চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পরিবার ফিরে পেল সেই বৃদ্ধ

হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে বৃদ্ধ চাঁন মিয়াকে। ছবি : কালবেলা
হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে বৃদ্ধ চাঁন মিয়াকে। ছবি : কালবেলা

মহাসড়কের পাশে ফেলে যাওয়া বৃদ্ধ চাঁন মিয়াকে (৭৫) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) দুপুরে বৃদ্ধ চাঁন মিয়ার ছোট ভাই নূরে আলম, ছেলে মঈনের কাছে তাকে হস্তান্তর করে চান্দিনা থানা পুলিশ। হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা শেষে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে ছেলে মঈনের বাসায় পাঠানো হয়।

চান্দিনা থানার অফিসার ওসি মো. সাহাব্দ্দুীন খাঁন জানান, যেহেতু ওই বৃদ্ধকে রাস্তা থেকে কুড়িয়ে এনে উপজেলা নির্বাহী অফিসার হাসপাতালে ভর্তি করিয়েছেন সেহেতু ওই বৃদ্ধের ছেলে তার বাবাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ইউএনও বরাবর লিখিত আবেদন করেন। ইউএনও ওই দরখাস্তটি থানায় পাঠালে আমরা থানায় সাধারণ ডায়েরি করে পরিবারের কাছে হস্তান্তর করি।

ছেলে মঈন জানান, আমার বাবা গত ২১ বছর আগে নিখোঁজ হয়েছেন। পত্রিকায় নিউজ দেখে আমরা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আমার বাবাকে দেখতে পাই। আমার বাবার চিকিৎসায় এগিয়ে এসেছেন অনেকে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, চান্দিনার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন। প্রত্যেককে আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও জানান, আমি একটি কোম্পানিতে চাকরির সুবাদে নোয়াখালীর বেগমগঞ্জের গ্রামের বাড়িতে না থেকে নারায়ণগঞ্জের গাউছিয়ায় ভাড়া বাসায় থাকি। তাই বাবাকে আমার ভাড়া বাসায় নিয়ে যাই।

এদিকে, ছেলে মঈনের কথাকে কিছুতেই মেনে নিতে পারছেন না মহাসড়কের পাশে বৃদ্ধকে পড়ে থাকতে দেখা স্থানীয়রা। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গত ৬ অক্টোবর সকাল থেকে হুইল চেয়ারে বসে থাকা অবস্থায় মহাসড়কের চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর স্টেশনে আমরা দেখেছি ওই বৃদ্ধকে। যারাই ওই বৃদ্ধের সঙ্গে কথা বলেছিলেন তাদের সকলকেই ওই বৃদ্ধ জানিয়েছিলেন তার ছেলেসহ আরও দুজন তাকে হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার কথা বলে রাস্তার পাশে ফেলে গেছে। ওই বৃদ্ধ শুরু থেকে তার নিজের নাম ও ঠিকানা বলেছেন। কিন্তু প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ায় হুইল চেয়ারই ছিল তার ভরসা। একই স্থানে রোদে বৃষ্টিতে পড়ে থাকতে দেখে রাইহানা ইসলাম রুনা নামে এক নারী তাকে নিজের হাতে ভাত খাওয়ান এবং তার বিষয়ে প্রশাসনসহ সাংবাদিকদের দ্বারস্থ হন।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, আমি গত ১৪ অক্টোবর রাতে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ওই বৃদ্ধের মুখ থেকে বিস্তারিত শুনে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করি। ওই বৃদ্ধকে কেউ না কেউ অবশ্যই ফেলে গেছেন। তবে যেহেতু তার ছেলে ও ছোট ভাই এসেছেন সেহেতু আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক

বাংলাদেশের সীমানায় আরাকান আর্মির অনুপ্রবেশে জামায়াতের উদ্বেগ

যাত্রাবাড়ী থানার এসআই’র বিরুদ্ধে বরিশালে ধর্ষণ মামলা

‘সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না’

বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনীর মতো আচরণ করছে : নাছির

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

কুয়েট উপাচার্য অপসারণের দাবিতে আলটিমেটাম, কাল থেকে আমরণ অনশন

ত্যাগ আর ভালোবাসার গল্প ‘ডক্টর আদনান’

ই-ক্লাব ঈদ রিইউনিয়নে উদ্যোক্তাদের প্রাণের স্পন্দন

গাজায় ইসরায়েলি সেনাদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক

১০

তিন দাবিতে ‘আগামীর ভোলা’র বিক্ষোভ সমাবেশ

১১

রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত

১২

দুপুরে অভিযান, সন্ধ্যায় আ.লীগের মিছিল

১৩

যুদ্ধবিরোধী ইসরায়েলি জনগণ, যুদ্ধপিয়াসী নেতানিয়াহু

১৪

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা, মহাসড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ

১৫

সংগ্রাম এখনো শেষ হয়নি, নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল

১৬

আ.লীগ কার্যালয় এখন বাকরখানির দোকান

১৭

‘প্রমাণ নেই’ বলে গাজার ১৫ স্বাস্থ্যকর্মী হত্যার দায় এড়াল ইসরায়েল

১৮

এনসিসির প্রস্তাবে একমত নই : বিএনপি

১৯

এবার নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের

২০
X