নরসিংদীর মনোহরদীতে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার ১৯ (অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটা ও র্যালির আয়োজন করা হয়।
সভায় উপজেলা প্রতিনিধি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. ইমাম হোসেন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন, নরসিংদী জেলা পরিষদের সদস্য মো. এ কে এম জহিরুল হক জহির, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ওমর ফারুক।
এ ছাড়া উপস্থিত ছিলেন চন্দবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু রায়হান, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, মনোহরদী সরকারি কলেজের সাবেক জি এস মঞ্জুরুল আহসান রূপন, উপজেলা আওয়ামী সেচ্ছা সেবক লীগের প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন বাদল, মনোহরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান নূর, মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি জেড এম শাহজাহান মোল্লা, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ, সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন খানসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। আলোচনা শেষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।
মন্তব্য করুন