চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:৫৮ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে আহত ৯, আটক ৮

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কক্সবাজারের চকরিয়ায় শিশুদের মারামারির গুজবে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ ও মারামারিতে ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত আটজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তাদের আদালতে প্রেরণ করা হবে।

বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গোয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন ওই এলাকার আবদুল মোনাফের ছেলে আবুল হাশেম (৭০), তার ছেলে হারুনর রশীদ (৪০), সাদ্দাম হোসেন (৩০), ছাদেকুর রহমান (৩৫), আরিফুর রহমান (৩০), মোশাররফ হোসেন (২০), কবির আহমদের ছেলে রবিউল (১৮), ছিদ্দিক আহমদের ছেলে বাদশা (৪৫) ও নুর নবীর ছেলে মো. কালু (৩৭)।

আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আবুল হাসেমের ছেলে সাদ্দাম হোসেন ও ছাদেকুর রহমানের অবস্থায় গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ চৌধুরী জানায়, খেলাকে কেন্দ্র করে বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আবুল হাশেম বলেন, দুই শিশুর মধ্যে ঝগড়া হয়েছে এমন একটি কথা লোকের মুখে ছড়িয়ে পড়ে বদরখালী ইউনিয়নের নতুনবাজার এলাকায়। এর জের ধরে আবুল হাশেম বাড়ির পার্শ্ববর্তী বেড়িবাঁধ এলাকায় অবস্থান করলে প্রতিপক্ষের বদরখালীর গুদামপাড়ার বাসিন্দা ছিদ্দিক আহমদের ছেলে বাদশা মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দা, লোহার রড় ও লাঠি নিয়ে অতর্কিত আমার ওপর হামলা করে এ সময় তাদের কাছে বন্দুকও ছিল। এই ঘটানার খবর পেয়ে আমার ছেলেরা ঘটনাস্থলে এলে তাদের গুলি করে এবং দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চকরিয় থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, দুই পক্ষের সংঘর্ষে ও গোলাগুলি হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনার সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানো হবে।

মামলার আইও সাব ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে মধুমতি ব্যাংক, ৩৫ বছরেও আবেদন

রাজশাহীতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত 

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি

আজকের নামাজের সময়সূচি

শহীদ আমিনুলের সন্তানদের দায়িত্ব নিল ইত্তেফাকুল উলামা

রোববার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

১০

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

১১

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

১২

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

১৩

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

১৪

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

১৫

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১৬

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১৭

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১৮

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১৯

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

২০
X