আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১১:১৮ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কলেজে ছাত্রলীগে যোগ দিতে জুনিয়রকে চাপ, সংঘর্ষে আহত ১২

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে সদ্য ভর্তিকৃত শিক্ষার্থীদের ছাত্রলীগে যোগ দেওয়ার বিষয়কে কেন্দ্র করে সিনিয়র জুনিয়রের মধ্যে বাগবিতণ্ডার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) রাতে পৌরশহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন ইমরান হোসেন হিমেল, শাহাদৎ হোসেন তাজ, সীমান্ত, সুফিয়ান কাউসার অপূর্ব, ইমরান হোসেন, রাজন ও তারেক।

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুতর আহত অবস্থায় সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির সদ্য ভর্তিকৃত শিক্ষার্থী ইমরান হোসেন হিমেল এবং শাহাদাৎ হোসেন তাজকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি ও পৌরসভার নগর গ্রামের ফয়সল মিয়ার পুত্র ফাহিম আহমেদ ইমন একাদশ শ্রেণিতে সদ্য ভর্তিকৃত কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রলীগে যোগ দিতে বলে। এ সময় শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত নিবে বলে জানায়। এ নিয়ে কলেজ ছাত্রলীগ সভাপতি ইমনের সঙ্গে পৌরসভার শরীফ নগরের বাসিন্দা নবী হোসেনের পুত্র একাদশ শ্রেণির সদ্য ভর্তিকৃত শিক্ষার্থী অপূর্ব একই এলাকার হিমেলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়।

বাগবিতণ্ডার একপর্যায়ে ইমন তাদের বেধড়ক মারধর করে। এ সময় কলেজের অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উভয়পক্ষের পরিবারে বিষয়টি জানানো হয়। এলাকার মুরব্বিদের মধ্যস্থতায় রাত ৯টায় সালিশে বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কিন্তু রাত সাড়ে ৭টায় ইমনের মামাতো ভাই তারেক কাটবাজার এলাকায় গেলে হিমেল ও অপূর্বের বন্ধুরা তাকে মারধর করে। এরই জের ধরে রাত আনুমানিক ৮টায় ইমনের পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পৌর শহরের মধ্যবাজারে হিমেল, অপূর্ব, স্বজন ও সৌরভের বাসায় হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পৌর শহরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর শাহাদাৎ হোসেন ও তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে ইমনের স্বজনরা তাদের ওপর পুনরায় হামলা চালায়।

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, ‘আমি জেলায় মিটিংয়ে আছি। দিনে কলেজে দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জেরে রাতে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগদান করলেন বাকৃবির নবনিযুক্ত উপাচার্য

ডর্‌পের কর্মশালায় ‘স্মোকিং জোন’ বিলুপ্তির প্রস্তাব

হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলী গ্রেপ্তার

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে মিছিল

সিলেটে পাথরবোঝাই ট্রলিচাপায় কিশোর নিহত

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ববিতে বিক্ষোভ

ব্রাহ্মণপাড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মারধর ও লাঞ্ছিতের অভিযোগ

হাতিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদককে শোকজ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে চবিতে মশাল মিছিল

শহীদদের স্মরণে ববিতে দ্রোহের গান ও আজাদী সন্ধ্যা

১০

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

১১

দেশকে নতুন করে সাজাতে হবে : ডিআইজি মঞ্জুর মোরশেদ

১২

বনানীতে বিপুল পরিমাণ মদ জব্দ

১৩

দিনমজুরকে গলা কেটে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন

১৪

জাবিতে কোনো কমিটিই নেই, হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে : ছাত্রদল

১৫

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

১৬

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

১৭

দেশের ৩ অঞ্চলে হিট ওয়েভের শঙ্কা

১৮

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১৯

চট্টগ্রামে হাতকড়া পরে ফিরল সাবেক এমপি ফজলে করিম

২০
X