লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

পিতার চেয়ে ২ বছরের বড় ছেলে

জাতীয় পরিচয় পত্র নিয়ে ভোগান্তিতে আমিনুর রহমান। ছবি : কালবেলা
জাতীয় পরিচয় পত্র নিয়ে ভোগান্তিতে আমিনুর রহমান। ছবি : কালবেলা

৭৩ বছরের বৃদ্ধ কৃষক আমিনুর রহমানের ভোটার কার্ডের বয়স ৩৬ বছর। বড় ছেলে আনিসুর রহমানের ভোটার কার্ডে জন্ম সাল ১৯৮৫ সালের ৩ মার্চ অনুযায়ী বয়স ৩৮বছর। সে অনুপাতে পিতার চেয়ে পুত্র দুই বছরের বড়।

এদিকে জন্ম তারিখ সংশোধনের জন্য তিন বছর ধরে ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসে ঘুরলেও তা এখনো সংশোধন করতে পারেনি ওই কৃষক। ফলে সে সরকারি সকল সুবিধা থেকে বঞ্চিত।

ভুক্তভোগী কৃষক আমিনুর রহমান লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের মৃত সনে আলীর ছেলে।

তার জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ ২৮ মার্চ ১৯৮৭ সাল। তার প্রকৃত জন্ম তারিখ ২৮ মার্চ ১৯৫০ সাল হবে। ভুলে তার জাতীয় পরিচয় পত্রে ২৮ মার্চ ১৯৮৭ সাল হয়েছে। সে অনুযায়ী তার বয়স প্রায় ৩৬ বছর। গত ১৩ সেপ্টেম্বর ২০২১ সালে জন্ম তারিখ সংশোধনের জন্য আমিনুর রহমান প্রথম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে আবেদন করেন।

হাতীবান্ধা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আমিনুর রহমান জাতীয় পরিচয় পত্রের জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন করেন। সেই অনুযায়ী রংপুর বিভাগীয় নির্বাচন অফিসার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তদন্ত আসলে তাকে পাওয়া যায়নি। এজন্য তার আবেদনপত্রে অনুপস্থিত লেখা হয়েছে। হাতীবান্ধা নির্বাচন অফিসে তার কোন কাজ নেই। জন্ম সাল সংশোধন করতে হলে এখন বিভাগীয় নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।

ভুক্তভোগী কৃষক আমিনুর রহমান বলেন, জাতীয় পরিচয় পত্রে বয়স ঠিক করার জন্য হাতীবান্ধা, লালমনিরহাট শহর পর্যন্ত ঘুরেছি। কিন্তু জন্ম তারিখ সংশোধন করতে পারিনি। ভোটার আইডি কার্ডের জন্য জমি কিনতেও পারছি না, বিক্রি করতেও পারছি না। অনেক সমস্যার মধ্যে পড়ে আছি। তাই আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, ভোটার কার্ডে জন্ম তারিখসহ অন্যান্য সংশোধন কাজটা যেন সহজ করা হয়। আমার মতো আর কেউ এমন ভোগান্তিতে না পড়েন।

এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, আমিনুর রহমান আমার ইউনিয়নের বাসিন্দা হিসেবে জন্ম নিবন্ধন ও নাগরিকত্ব থেকে শুরু করে বিষয়ে তাকে সহযোগিতা করা হবে। তার জন্ম তারিখ সংশোধন হলে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে যাবেন।

লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবির সরকার বলেন, জাতীয় পরিচয় পত্রের তথ্য সংগ্রহ করতে গিয়ে এমন ভুল হতে পারে। বয়স সংশোধনের জন্য তিনি আবেদন করেছেন। সে বিভাগীয় নির্বাচন কমিশন অফিসে গেলে ভুল সংশোধন হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের

ধর্ম বোন বানিয়ে তারই ছেলেকে অপহরণ

এবার কলকাতায় দেখা গেল মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফকে

‘ছাত্র-জনতার ওপর গুলি ব্যবহার করেনি র‍্যাব’

ব্রাজিল কোচের মাথায় হাত!

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকায় যানজটে দৈনিক নষ্ট হচ্ছে ৮২ লাখ কর্মঘণ্টা

যে কারণে সিনেমা হলে টিকিট বিক্রি করলেন সৃজিত-দেব 

তিন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

নিউজিল্যান্ডে নৌবাহিনীর জাহাজডুবি, ৭৫ নাবিককে উদ্ধার

১০

জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

১১

তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে : কায়সার কামাল

১২

পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ সাড়ে ১৪ হাজার কোটি টাকা: সিপিডি

১৩

সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

স্প্যানিশ তারকার কান্নায় মাটি জয়ের আনন্দ

১৫

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েও আসামি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সিয়াম

১৬

মধ্যপ্রাচ্যে কত সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র?

১৭

ইমন হত্যা / আ.লীগের আরও ২ নেতা গ্রেপ্তার

১৮

ঢাকা মেডিকেলে অনেক লাশের মধ্যে পড়ে ছিল শহীদ রনির লাশ 

১৯

এমন বৃষ্টি আর কতদিন?

২০
X