ভোলার দৌলতখানে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পৌর এক কর্মচারীর বিরুদ্ধে। তিনি সরকারি জমি ও কালভার্ট দখল করে ভবন নির্মাণ করেন। অভিযুক্ত মামুন পৌরসভার পানি সরবরাহের বিল ক্লার্কের দায়িত্বে রয়েছেন। পরে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামানের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাছটি জব্দ করেন।
দৌলতখান বাংলাবাজার সড়কের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে একটি সরকারি গাছ কোনো অনুমতি ছাড়া কেটে নিয়ে সরকারি জমি ও কালভার্ট দখল করে ভবন নির্মাণ করেন বলে স্থানীয়রা জানান। তারা জানান, পৌরসভার মামুন তার নির্মাণাধীন ফাঁকা ভবনের সামনে থেকে গাছটি কেটে নিয়ে যায়।
তবে অভিযুক্ত মামুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান বলেন, গাছ জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন