দৈনিক কালবেলার চন্দনাইশ উপজেলা প্রতিনিধি ও চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এম এ রাজ্জাক মারা গেছেন। শনিবার (১৪ অক্টোবর) রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে দোহাজারী শাহী জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক এম এ রাজ্জাক রাজের মত্যুতে চন্দনাইশ প্রেসক্লাবের পক্ষ থেকে এক শোক বিবৃতি দেওয়া হয়েছে। এক বিবৃতিতে প্রেসক্লাবটির সভাপতি আবিদুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক মো. নুরুল আলম মরহুম এম এ রাজ্জাকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন