বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৬:১০ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

সরকার পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, অন্য কোনো প্রক্রিয়ায় নয় : নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুরের বিরলে সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
দিনাজপুরের বিরলে সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হবে এবং সরকারের অধীনেই হবে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে দিনাজপুরের বিরলে ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দায়িত্ব পালন করবে। সরকার পরিবর্তন হবে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অন্য কোনো প্রক্রিয়ায় নয়। এই বাংলাদেশে আর কখনো ওয়ান ইলেভেন আসবে না। এই বাংলাদেশে আর খুনি জিয়াউর রহমান কখনো সৃষ্টি হবে না। এই বাংলাদেশে আর কোনো মার্শাল ল’ জারি হবে না। এই বাংলাদেশ চলবে জনগণের কথায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান, সেভাবেই চলবে বাংলাদেশ। কারও কথা বা চাপে নয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, দুই বছর করোনা গেছে। এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। সব মিলে আমরা একটি কঠিন সময়ের মধ্যে আছি। এর মধ্যে বিদেশি বেনিয়ারা বাংলাদেশের দিকে নজর দিয়েছে। কীভাবে এই বাংলাদেশের অগ্রযাত্রাকে টেনে ধরা যায়। কীভাবে দেশরত্ম শেখ হাসিনার আকাশচুম্বী নেতৃত্বের যোগ্যতা টেনে ধরা যায়। আর এই ষড়যন্ত্রের মূল জোগানদাতা হচ্ছে বিএনপি ও স্বাধীনতাবিরোধীরা। বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ থাকে। তখন বাংলাদেশের বিজয় কেউ কেড়ে নিতে পারে না। ৭১ সালের ইতিহাস সেটাই বলে। আমরা ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছি। এরপর স্বাধীনতাবিরোধীরা ৭৫-এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে অন্ধাকারে ঠেলে দিয়েছিল। বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত করতে পারে নাই। বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে মাথা উচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের আলোর দিশারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে আলো দেখিয়েছেন। আজকের দিনে আপনাদের আমি আহ্বান জানাই, আপনারা যে সংকল্প নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আছেন, সেই সংকল্প নিয়ে আপনারা থাকবেন। শেখ হাসিনা এই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। আমার দৃঢ় বিশ্বাস শেখ হাসিনাই এই বাংলাদেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন। যেই স্বপ্ন দেখেছিলেন ৩০ লাখ শহীদ, যেই স্বপ্ন দেখে ছিলেন মহান নেতা শেখ মুজিব, তাদের যে ঋণ, সেই ঋণ পরিশোধ করার ক্ষমতা আমাদের নেই। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করে তাদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা জানাব।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিরল পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস পারভীন ও বিরল মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৫ ঘণ্টা পর কেটে গেল কুয়াশা

ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

গাজা উপত্যকার দখল নেবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

দুপুর ১২টায় দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত

সুইডেনের শিক্ষাকেন্দ্রে গুলি, নিহত ১১

সাংবাদিক মিরনকে কুপিয়ে বাসার সামনে ফেলে গেল দুর্বৃত্তরা

চট্টগ্রামে ডিসি পার্কে ভাঙচুর

মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব

আজও বায়ুদূষণে বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

বন্ধ ফটকের নিচ দিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকলেন কলেজছাত্রী, ভিডিও ভাইরাল

১০

২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা

১১

সারসহ ট্রলি আটক, অভিযোগের তীর দুই বিএনপি নেতার দিকে

১২

১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ 

১৩

মেডিকেলে সুযোগ পেয়েও পড়াশোনা অনিশ্চিত শয়নের

১৪

৫ ফেব্রুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা 

১৬

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

১৭

০৫ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৮

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

চবিতে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ 

২০
X