স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর অধীনে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার যত সদস্যরা আছেন তারা থাকবেন নির্বাচন কমিশনের নির্দেশনা পালনের জন্য। আর পুলিশ থেকে শুরু করে যত প্রশাসন আছে সব থাকবে নির্বাচন কমিশনের অধীনে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউতে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২) হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে নির্বাচনে আনা আওয়ামী লীগের দায়িত্ব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আপনি (বিএনপি) তো রাজনীতি করেন মানুষের আশা পূরণের জন্য। তাহলে আপনি ক্ষমতায় না গেলে কী করে মানুষের আশা পূরণ করবেন। আপনাকে আসতে হবে নির্বাচনে। বিএনপি যদি জনগণের খেদমত করতে চায় তাহলে জনগণের কাছেই আসতে হবে। তারা যদি এখন জনগণের কাছে না আসে আমি কেন তাদের প্রভাবিত করব। আমি তো একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আমি সরকারের কথা বলছি না। সরকারের পক্ষ থেকে বহুবার চেষ্টা করা হয়েছে সেটা ভিন্ন বিষয়।’
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী তাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপানি রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি, জাইকা বাংলাদেশের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তমোহিদে ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. ইব্রাহিম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ এবং উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশলী) বিষ্ণু কুমার সরকার।
ওয়াসা কর্তৃপক্ষ জানায়, ৪ হাজার ৪৮৯ কোটি টাকার এই প্রকল্পে জাইকার উন্নয়ন সাহায্য ২ হাজার ৮০০ টাকা। বাংলাদেশে সরকারের ১ হাজার ৬৬৫ কোটি টাকা এবং চট্টগ্রাম ওয়াসার বরাদ্দ ২৩ কোটি টাকা। রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় স্থাপিত এই প্রকল্পে কর্ণফুলী নদীর পানি পরিশোধন করে দিনে ১৪ কোটি ৩০ লাখ লিটার সুপেয় পানি সরবরাহ করার সক্ষমতা রয়েছে। ২০২১ সালের মার্চের এই কেন্দ্রে উৎপাদন শুরু হয়।
মন্তব্য করুন