রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ধলাট গ্রামে বিয়ের দাবিতে ২ দিন যাবত প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। ধলাট গ্রামের সাবেক মেম্বার হাফিজুর রহমানের ভাই মো. মোন্তাজ আলীর ছেলে মেহেদী হাসানের সঙ্গে তিন বছর ধরে সম্পর্ক রয়েছে বলে ওই তরুণী জানান।
অনশনরত তরুণী বলেন, তিন বছর ধরে আমার সঙ্গে মেহেদী সম্পর্ক করে আমার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা নিয়েছে। এখন সে প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরি পাওয়ার পরে বিভিন্ন তালবাহানা করছে বিয়ে না করার জন্য। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় মেহেদীর আত্মীয়ের বাড়িতেও বেড়াতে নিয়ে গেছে। আত্মীয়স্বজন তার মা-বাবাও বিষয়টি জানে। এখন সে আমার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। গত মাসেও আমি এসেছিলাম তাদের পক্ষ থেকে বিয়ের আশ্বাস দিলে আমরা বাড়িতে ফিরে গিয়েছিলাম। কিন্তু তারা কোনো যোগাযোগ করেনি। তাই কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
প্রেমিক মেহেদীর বাড়িতে ওই তরুণী বিয়ের দাবিতে আসলে মেহেদীর মা জোর করে বাড়ি থেকে বের করে দিলে পাশেই তার চাচার বাড়িতে আশ্রয় নেন এবং বলেন যতক্ষণ মেহেদী হাসান বিয়ে না করবে ততদিন এভাবে অনশন চালিয়ে যাব।
এ বিষয়ে জানতে মেহেদীর বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি।
বানেশ্বর ইউনিয়ন পরিষদের শিবপুর হাট ওয়ার্ডের মেম্বার আব্দুল মালেক বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং তার বাসায় গিয়েছিলাম। মেয়েটি আমাদের বলে, এর আগে আপনারা সময় নিয়েছিলেন কিন্তু সময় অনুযায়ী আপনারা কিছু করতে পারেননি। তাই আমি এখানে এসেছি বিয়ে না করে এখান থেকে যাব না। প্রয়োজনে রাস্তায় থাকব।
মন্তব্য করুন