আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন মন্তব্য করে বলেছেন, ‘কোনো পাতিহাঁস বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না।’
তিনি বলেন, ‘আমি শয়তান নই, ফেরেস্তাও নই। শয়তান ও ফেরেস্তা কোনো ভুল করে না। যদি নেতা হিসেবে আমি ভুল করি, তাহলে সেই রাগ ও ক্ষোভে দয়া করে নৌকার বাইরে যাবেন না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ভুল বুঝবেন না।’
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে জয়পুরহাট কালাইয়ে জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক কর্মিসভায় এসব কথা বলেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি আরও বলেন, ‘আমি কখনও আমার নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীদের ওপরে মামলা হামলা করিনি।’
কর্মিসভায় উপস্থিত ছিলেন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক ফজলুল রহমান, মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সোবহান মণ্ডল রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম মণ্ডল প্রমুখ।
মন্তব্য করুন