রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

মোবাইল ফোন বিক্রির কথা বলে ঘরে ফেরেননি ইয়ামিন

নিখোঁজ শিক্ষার্থী ইয়ামিন আরাফাত হামিম। ছবি : কালবেলা
নিখোঁজ শিক্ষার্থী ইয়ামিন আরাফাত হামিম। ছবি : কালবেলা

সিলেটে মোবাইল বিক্রির কথা বলে ঘরে ফেরেননি শাহপরাণ সরকারি কলেজের শিক্ষার্থী ইয়ামিন আরাফাত হামিম। এ ঘটনায় বুধবার (১১ অক্টোবর) হামিমের বাবা মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

মোগলাবাজার থানার ওসি এসএম মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ হামিম (১৯) দক্ষিণ সুরমার শ্রীরামপুর শেখপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। হারানোর সময় তার পরনে ছিল কালো টি-শার্ট, পরনে জিন্সপ্যান্ট, গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।

গত ১০ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে দক্ষিণ সুরমার কদমতলীতে মোবাইল বিক্রি করবে বলে ঘর থেকে বের হয়ে যায় হামিম। এরপর থেকে তার খোঁজ নেই।

পারিবারিক সূত্রে জানা যায়, মো.ইয়ামিন আরাফাত হামিম চলতি বছর শাহপরাণ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। পাশাপাশি অনলাইনে আবেদন ও বিকাশ এজেন্টে হিসেবে ব্যবসা করত। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শ্রীরামপুরের তাদের বাসা থেকে বের হয়। এ সময় তার মাকে মোবাইল ফোন বিক্রি করতে কদমতলী যাচ্ছে বলে জানায়। পরে রাত ১০টার দিকে বাবলু নামে তার এক বন্ধুকে কল দিয়ে জানায় তাকে মোবাইল ফোনে পাওয়া যাবে না। কারণ ফোন বিক্রি করে দেবে। তারপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়। রাতেই হামিমের বাবা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করেন এবং বুধবার সকালে থানায় ছেলে নিখোঁজ বলে সাধারণ ডায়েরি করেন।

হামিমের বাবা জালাল উদ্দিন বলেন, ‘রাত থেকে ছেলেকে অনেক খোঁজাখুঁজি করছি কোথাও কোনো সন্ধান পাচ্ছি না। ছেলের সন্ধান না পাওয়া তার অসুস্থ মা বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। ছেলে কোথায় আছে কেউ কিছু বলতেও পারছে না। আমার ছেলেকে বোধহয় অপহরণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘বুধবার দুপুর ২টা ২৩ মিনিটের সময় হামিমের মোবাইল থেকে আমাদের ফোনে দুবার কল আসে। প্রথমবার ১০ সেকেন্ডের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরও ১০ সেকেন্ড পর আরেকটি কল আসে। তখন তার সঙ্গে ৩৬ সেকেন্ড কথা কথা হয়।’

ছেলের সঙ্গে কথোপকথন নিয়ে জালাল উদ্দিন বলেন, ‘আমার ছেলে আমাকে বলেছে, আব্বু আমি কিছুই দেখতেছি না। আমাকে ৪ জন একটি অন্ধকার ঘরে নিয়ে এসে আটকে রেখেছে। বলা হচ্ছে এখানে পচে মরব।’ এই কথা বলে আমার ছেলের ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘আমার কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। আমার ছেলেও কোনো ধরনের নেশাদ্রব্য পান করে না। ছেলের সঙ্গে কারো কোনো শত্রুতা থেকে থাকলে তা আমার জানা নেই। তার ফোনে লাখ খানেক টাকা আছে।’

এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসি এসএম মাঈন উদ্দিন কালবেলাকে বলেন, ‘নিখোঁজ হওয়া ইয়ামিনের বাবা থানায় একটি জিডি করেছেন। তাকে উদ্ধার করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

বন্যা মোকাবিলা ও পুনর্বাসনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৈঠক

খুবিতে তৃতীয় নৈয়ায়িক ন্যাশনাল্সে চ্যাম্পিয়ন চবি

গণহত্যায় জড়িতদের বিচার দাবি সমমনা জোটের

সিলেট কারাগারেই চিকিৎসা চলছে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের

৬ কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ : মাহফুজ

রায় দিয়ে ‘বাবার ট্রাস্টে’ টাকা নেন বিচারপতি

‘সাংবাদিকরা সমাজে মেডিয়েটরের ভূমিকা পালন করে থাকেন’

দুর্গাপূজায় সনাতনীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি : মাহবুবের শামীম

নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতায় ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন জবি

১০

ষড়যন্ত্র বানচালে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : প্রিন্স

১১

কার হাতে কত সোনার মজুত?

১২

পিএসসির চাকরির পরীক্ষা নিয়ে সমন্বয়ক সারজিসের স্ট্যাটাস

১৩

যে কোনো সময় ইরানে হামলা চালাবে ইসরায়েল

১৪

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকার শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

১৫

লন্ডন থেকে দেশে ফিরছেন টুকু

১৬

কলেজ অধ্যক্ষকে বাঁচাতে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি

১৭

প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ কোটি টাকা দেওয়া উচিত : মেজর হাফিজ

১৮

সংসদের মেয়াদ ৪ বছর চায় গণঅধিকার পরিষদ

১৯

আন্দোলনে হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুল গ্রেপ্তার

২০
X