ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসচাপায় লেগুনার চালকসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এ সময় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ঢাকা আরিচা মহাসড়কে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসন থেকে নিহতদের ২০ হাজার ও আহতদের সাত হাজার ৫০০ টাকা সহায়তা করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- সদর উপজেলার পাখরাইল গ্রামের মাহাদেব মোদক (৫২), ভাটবাউর গ্রামের লেগুনাচালক জাহিদ হোসেন (৩৪), বাগজান গ্রামের আব্দুল ছালামের স্ত্রী হেনা আক্তার (৫০), একই গ্রামের মুনছুর আলীর স্ত্রী মালেকা বেগম (৫৫)।
আহতরা হলেন- ঘিওর থানার মূলজান গ্রামের মো. সজিবের ছেলে মো. মুসা, সদর উপজেলার দিঘি ইউনিয়নের নাছির হোসেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
ভাটবাউর গ্রামের প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, লেগুনাটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় লেগুনাটি থামিয়ে ছাত্রী নামানোর সময় আকিজ টেক্সটাইলের একটি বাস বেপরোয়া গতিতে এসে লেগুনার পেছনে ধাক্কা দেয়। লেগুনার চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যায়।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ওসি শুকেন্দু বসু জানান, ওই বাস জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছে।
সদর থানার ওসি আব্দুল রউফ সরকার জানান, নিহতদের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধী।
জেলার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, সকালে দুর্ঘটনার কথা শুনে আমাদের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে চারজনের মৃতদেহ উদ্ধার করে। এ ছাড়াও পানিতে আমাদের ডুবুরিরাও তল্লাশি করেছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল দুর্ঘটনাস্থান পরিদর্শন করে নিহত পরিবারদের ২০ হাজার ও আহত পরিবারদের সাত হাজার ৫০০ টাকা নগদ সহায়তা করেছেন।
মন্তব্য করুন