চুয়াডাঙ্গায় পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনে বাধা দেওয়ায় শিক্ষকের দু’গালে চড় মারা শিক্ষার্থী শাফিউল আমিন শীর্ষ (১৫) মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা প্রদানের নিমিত্বে আক্রমণ ও অপরাধমূলক বল প্রয়োগ এবং স্বেচ্ছাকৃতভাব আঘাত করাসহ ভয়ভীতি প্রদানের অপরাধে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এরপর বিবাদী শাফিউল আমিন শীর্ষ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণের পর আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ড. কিসিঞ্জার চাকমা বলেন, ‘বিবাদী শিক্ষার্থী আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করেছেন। এ ব্যাপারে আদালতের পূর্ণাঙ্গ আদেশের কপি পেলে আরও বিস্তারিত জানা যাবে।
এর আগে গত ৮ অক্টোবর চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মো. হাফিজুর রহমান বিদ্যালয়ের ১১২নং কক্ষে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষা চলাকালে প্রভাতী শাখার দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী মো. সাইফুল আমিন শীর্ষ পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় দায়িত্বরত শিক্ষক বাধা প্রদান করায় শিক্ষার্থী সাইফুল আমিন শীর্ষ ওই শিক্ষককে মারধর করে।
মন্তব্য করুন