জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে কালাই থানা ওসি ওয়াসিম আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৮ অক্টোবর) দিবাগত রাতে মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান (৩২), হেলাল উদ্দিন (২৫), মাসুদ রানা (২৮), জনি নাজিম উদ্দিন (২৫), রিফাত হাসান (১৮), শওকত হাবিব (৩০), আতিকুর রহমান (৩০), সবুজ সরকার (৩০) ও বায়োজিদ (২০)।
কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন, রোববার দিবাগত রাতে মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ছাত্রলীগ নেতা আতিকুর রহমানসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম, মোবাইল ফোন ও নগদ ১২৯০ টাকা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা হয়। পরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন