চারিদিকে হৈ-হুল্লোড়, চলছে বর যাত্রীর জন্য রান্নাবান্নার আয়োজন এর মধ্যেই বিয়ের আসর থেকে পালিয়েছেন কনে। শনিবার (৭ অক্টোবর) জীবননগর উপজেলা সুটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, কোটচাঁদপুর থানার মদনপুর গ্রামের একটি ছেলের সঙ্গে সুটিয়া গ্রামের ঈদগাহ সংলগ্ন একটি মেয়ের সাথে দুই পরিবারের দেখাশোনা করে শনিবার (৭ অক্টোবর) বিয়ের দিন ধার্য্য করা হয়। বিয়ে বাড়ির প্যন্ডেল সাজানোর কাজ শেষ। বরযাত্রীর জন্য চলছে রান্নার কাজ। কিছুক্ষণ পরেই আসবে বর যাত্রী। ঠিক তার আগে কনে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। তাকে অনেক খুঁজাখুঁজির পরও যখন না পাওয়া যায় তখন বরের পরিবারকে জানালে তারা আর আসেনি। তবে কার সঙ্গে পালিয়ে গিয়েছে তা কেউ সঠিকভাবে জানাতে পারেনি। সবাই ধারণা করছে মেয়েটি তার প্রেমিকের সঙ্গে পালিয়েছে।
বাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ের সকল কাজ প্রায় শেষের দিকে এরই মধ্যে বাপ মরা মেয়েটি যে কাজ করেছে তা ন্যক্কারজনক। কোনো ছেলের সঙ্গে তার যদি সম্পর্ক থেকেই থাকে তাহলে বিয়ের আগে তার পরিবারের সদস্যদের জানাত। বিয়ের দিন পালিয়ে যাওয়াতে পরিবার যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তেমন মানুষের মাঝে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে।
মন্তব্য করুন