কিশোরগঞ্জে বৃষ্টিতে রেললাইনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জেলার মানিকখালি ও হালিমপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় লাইন ভেঙে যায়। এ ঘটনায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী সরারচর স্টেশনে আটকা পড়েছে।অপরদিকে, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা ছেড়ে নাসিরাবাদ এক্সপ্রেস মানিকখালী স্টেশনে আটকা পড়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আরও জানান, বৃষ্টিতে রেললাইনের মাটি সরে যাওয়ায় মূল লাইন ভেঙে গেছে। লাইন মেরামতের কাজ চলছে। মেরামত করতে ঘণ্টা দেড়েক সময় লাগবে। মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন