মো. আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অযত্ন-অবহেলায় মোগল স্থাপত্যশৈলী ঐতিহাসিক নিদর্শন টাঙ্গাইলের আতিয়া মসজিদ

টাঙ্গাইলের আতিয়া মসজিদ। ছবি : কালবেলা
টাঙ্গাইলের আতিয়া মসজিদ। ছবি : কালবেলা

টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলায় আটিয়া ইউনিয়নে গড়ে উঠা আতিয়া মসজিদটি অন্যতম। যা দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নির্দশন। বাংলার সুলতানি এবং মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটি দেখতে দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। বাংলাদেশের পুরোনো ১০ টাকার নোটে রয়েছে আতিয়া জামে মসজিদটির ছবি। ফলে মোটামুটি সবার কাছে পরিচিতি আতিয়া জামে মসজিদটি।

আতিয়া মসজিদের নাম একবার হলেও শোনেনি এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমানে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগ এ স্থাপনাটির তত্ত্বাবধান করছে। তবে ১০ টাকা নোটের আতিয়া মসজিদটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অযত্ন- অবহেলায় পড়ে রয়েছে। দ্রুত সংস্কারসহ মসজিদের জন্য রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, ১৯৭৮ সালে ১০ টাকার নোটের প্রচ্ছদে প্রথম আতিয়া মসজিদটি স্থান পায়। এরপর ১৯৮২ সালে পরিবর্তিত ১০ টাকার নোটের প্রচ্ছদেও স্থান পায় আতিয়া মসজিদ। এতে দেশবাসীর কাছে সহজেই মসজিদটি পরিচিতি লাভ করে।

ইতিহাস ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চদশ শতকে এই অঞ্চলে আদম শাহ বাবা কাশ্মিরী নামের এক সুফি ধর্মপ্রচারক আসেন। ১৬১৩ খ্রিস্টাব্দে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করতে থাকেন। এই পুণ্যবান ব্যক্তির কবরও এখানেই অবস্থিত।

শাহ কাশ্মিরীর অনুরোধে মোগল সম্রাট জাহাঙ্গীর সাঈদ খান পন্নীকে আতিয়া পরগণার শাসক নিয়োগ করেন। সাঈদ খান পন্নীই করটিয়ার বিখ্যাত জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা। তিনি ১৬০৯ খ্রিস্টাব্দে আতিয়া মসজিদ নির্মাণ করেন।

প্রাচীন এই মসজিদটি দৈর্ঘ্যে ১৮.২৯ মিটার, প্রস্থ ১২.১৯ মিটার। মসজিদের দেওয়ালের পুরুত্ব ২.২৩ মিটার ও উচ্চতা ৪৪ ফুট। মসজিদের চারকোনা অষ্টকোনাকৃতি মিনার রয়েছে। মসজিদটি টেরাকোটার তৈরি। বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলো ইটের তৈরি। মসজিদটির প্রধান কক্ষ ও বারান্দা দুই ভাগে বিভক্ত। মসজিদের পূর্ব ও মাঝের দেওয়ালে রয়েছে একটি করে দরজা। বারান্দাসহ উত্তর-দক্ষিণ দেওয়ালে রয়েছে দুটো করে দরজা। ভেতরের পশ্চিম দেওয়ালে আছে তিনটি সুন্দর মেহরাব। প্রধান কক্ষের প্রত্যেক দেওয়ালের সঙ্গে দুইটি করে পাথরের তৈরি স্তম্ভ আছে। প্রধান কক্ষের উপরে রয়েছে একটি বিশাল মনোমুগ্ধকর গম্বুজ। বারান্দার পূর্ব দেওয়ালে রয়েছে তিনটি প্রবেশ পথ। মাঝখানের প্রবেশপথের উপরের অংশের নিম্নভাগে একটি শিলালিপি রয়েছে। বর্তমানে যে শিলালিপিটি রয়েছে এর আগেও সেখানে একটি শিলালিপি ছিল বলে ইতিহাসে উল্লেখ আছে।এই শিলালিপিটি ফার্সিতে লেখা। কোনো কারণে আদি শিলালিপিটি বিনষ্ট হলে পরবর্তীকালে মসজিদ মেরামতের সময় বর্তমান শিলালিপিটি লাগানো হয়।

সুলতানি ও মোগল আমলের স্থাপত্য শিল্পরীতির সমন্বয়ে নির্মিত এ মসজিদের পরিকল্পনা ও নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন প্রখ্যাত স্থপতি মুহাম্মদ খাঁ। নির্মাণের পর ১৮৩৭ সালে রওশন খাতুন চৌধুরী ও ১৯০৯ সালে আবুল আহমেদ খান গজনবি মসজিদটি সংস্কার করেন বলে জানা যায়।

আতিয়া মসজিদ কমিটির সহ-সভাপতি আশরাফ হোসেন মানিক বলেন, সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী বেশি আসেন মসজিদটি দেখতে। এ ছাড়াও অনেক সময় বিদেশ থেকে পর্যটক আসে। মসজিদটি সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধায়নে থাকায় এলাকাবাসীর পক্ষে সংস্কার করার উপায় নেই। কিছুদিন আগে মসজিদের কাজ করেছে কর্তৃপক্ষ। কাজগুলো মনমতো হয়নি। বাইরের কারুকাজগুলো অসমাপ্ত রেখে চলে যায়।

স্থানীয় আব্দুল করিম বলেন, আমাদের এই মসজিদে দূরদূরান্ত এবং স্থানীয় লোকজন নামাজ আদায় করে থাকেন। অন্যন্য সময়ে নামাজ পড়তে কোনো সমস্যা হয় না। শুক্রবারের জুমআর নামাজ পড়তে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই মসজিদটি বর্ধিত করার দাবি করছি।

মসজিদের মোয়াজ্জিন রফিকুল ইসলাম বলেন, আমি প্রায় ৩০ বছর ধরে মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের মসজিদের কিছু কাজ হলেও কারুকাজগুলো করা হয়নি। আমাদের মসজিদের যাতায়াতের রাস্তা নেই। যাতায়াতের জন্য রাস্তা করা জরুরি। শুক্রবার জুমআর নামাজের সময় মসজিদে মুসল্লিদের সংকুলান হয় না। মুসল্লি সংকুলানের জন্য মসজিদটি বর্ধিত করার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (ইতিহাস) ড. মো. আদনান আরিফ সালিম কালবেলাকে বলেন, বাংলাদেশে প্রাপ্ত মসজিদগুলোর মধ্যে সুলতানি ও মোগল আমল উভয় আমলের বৈশিষ্ট্যর সুস্পষ্ট নির্দশন থাকায় আতিয়া জামে মসজিদ গুরুত্বপূর্ণ। আমরা আতিয়া মসজিদের সুলতানি আমলের নিদর্শন হিসাবে পাই এর মিহরাব ও কিবলা দেয়ালের টেরাকোটা অলঙ্করণসহ আরও কিছু বৈশিষ্ট। অন্যদিকে এর প্যারাপেটের অলঙ্করণ ও গড়নও অনেকাংশে সুলতানি আমলের প্রতিনিধিত্ব করে। তবে আতিয়া মসজিদের চতুর্কেন্দ্রিক খিলানগুলো সুলতানির পাশাপশি মোগল বৈশিষ্টের প্রতিনিধিত্ব করছে। চতুর্কেন্দ্রিক তথা ফোর সেন্টার্ড আর্চ অথ্যাৎ খিলানের বিশেষ গুরুত্ব রয়েছে মোগল স্থাপনাগুলোতে। স্থাপত্যের ভার বহনের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধিতেও এই চতুর্কেন্দ্রিক খিলানের উপস্থিতি লক্ষ করা যায় মোগল স্থাপনাগুলোতে। উদাহরণ হিসাবে বাংলাদেশে বিভিন্ন মোগল মসজিদের সঙে আগ্রার তাজমহলের খিলানের তুলনা দেওয়া যেতে পারে। আাতিয়া মসজিদ উত্তর, দক্ষিণ, পৃর্ব ও পশ্চিম এই চারদিক দিয়ে সহজেই ভিতরে ঢোকা যায়। এর কিবলা দেয়ালে তিনটি অলঙ্কিত মিহরাব রয়েছে। চুন, সুরকির মর্টারে তৈরি গাঁথুনি দিয়ে মসজিদটি নির্মিত হওয়ার পাশাপাশি অনেকটাই আর সুলতানি আমলের রীতিতে প্ল্যাস্টারের বদলে টেরাকোটা অলঙ্করণের বাইরে দেয়ালে সাজানো হয়েছিল। প্রত্নতাত্তিক গবেষক ও বিশেষজ্ঞদের পরামর্শ মেনে মসজিদটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া জরুরি। আার তা না হলে এর ঐতিহাসিক ও ঐতিহ্য গুরুত্ব অনুধাবন কঠিন হয়ে যাচ্ছে।

টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং মসজিদ কমিটির লোকজন নিয়ে মসজিদটি সংরক্ষণের ব্যাপারে যা যা করার প্রয়োজন মনে হয় তা করার চেষ্টা করবো। আপনার মাধ্যমে জানতে পারলাম রাস্তার ব্যাপারে। এত বড় একটা মসজিদ তার রাস্তা নাই এখনই উপজেলা নিবার্হী কর্মকর্তার সঙ্গে কথা বলে রাস্তার সমাধান দ্রুত করার চেষ্টা করবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে দাওয়াত দিয়ে এনে জামাইকে গণধোলাই

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে এবার মুখ খুললেন মোদি

হাওরের গাছে ঝুলছিল সবজি বিক্রেতার লাশ 

‘আমার সব শেষ হয়ে গেল’

আট সন্তান থাকতেও ৯০ বছরের বৃদ্ধার জায়গা খোলা আকাশের নিচে

চুরি করতে গিয়ে পোশাক ও ছবি ফেলে গেল চোর

মা-বাবা, দুই বোনের পর চলে গেলেন প্রেমাও

ট্রাম্পের শুল্কারোপ / শত বছরের বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন

ড. ইউনূসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক 

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

১০

বাংলাদেশে ইসলামি চরমপন্থা নিয়ে প্রেস সচিবের পোস্ট

১১

আগে ছিলেন আ.লীগ নেতা, বিএনপিতে পেলেন সদস্যসচিবের পদ

১২

জনবসতিহীন পেঙ্গুইন দ্বীপে ট্রাম্পের শুল্কারোপ

১৩

মোদিকে ছবি উপহার দিলেন ড. ইউনূস

১৪

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১৫

হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির

১৬

আসিয়ান সদস্যপদের জন্য থাই বিশিষ্টজনদের সমর্থন চাইলেন ড. ইউনূস

১৭

দুদিনেও জ্ঞান ফেরেনি প্রেমার, স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে আরাধ্যকে

১৮

রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

১৯

মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান

২০
X