দেশ ও সরকারের উন্নয়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে গণমিছিল করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতারা ৪৮ বছর ধরে আওয়ামী লীগের দলীয় এমপি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বর্তমান জাতীয় পার্টির এমপি বারবার সুযোগ নেওয়ায় আওয়ামী লীগের দলের পক্ষ থেকে কেউ সুযোগ পাচ্ছে না বলে জানান তারা।
সোমবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাটহাজারী পৌরসভার মিরেরহাট সিটি প্যালেসের সামনে থেকে হাটহাজারী বাজার, বাসস্ট্যান্ড, কলেজ গেইট প্রদক্ষিণ করে কাচাড়ি সড়ক হয়ে ডাকবাংলো চত্বরে গিয়ে এ গণমিছিলটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।
হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান বলেন, ‘দীর্ঘ ৪৮ বছর ধরে চট্টগ্রামের-৫ আসনে আওয়ামী লীগের দলীয় কোনো প্রার্থী নেই। ২০০৮ সাল থেকে জাতীয় রাজনীতির কৌশলে নমিনেশন নিয়ে আসছেন জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। প্রায় ১৫ বছর ধরে খন্ড বিখন্ড করে রেখেছেন আওয়ামী লীগকে। বিভিন্ন নেতাকে তার সাথে রেখে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে দ্বিখন্ডিত করে রেখেছেন।’
প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, ‘বারবার আমরা দলীয় এমপি থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমরা হাটহাজারীবাসী উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছি। পরের বোঝা আমরা আর বইতে চাই না।’
এম এ সালাম আরো বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন। এটা অন্য কোনো দল এনে দেয়নি। তিনি একটি উন্নত দেশ উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করে জাতির পিতার সোনার বাংলাদেশ করার সে স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি।
তিনি বলেন, পদ্মা ব্রিজ আওয়ামী লীগের জন্য করেনি। বিএনপি নেতারাও পদ্মা ব্রিজ দিয়ে যাতায়াত করছেন। কর্ণফুলী টানেল, ফ্লাইওভার, মেট্রোরেল সমস্ত কিছু বঙ্গবন্ধুকন্যা ১৮ কোটি মানুষের জন্য করেছেন। আজকে এই উন্নয়নের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। আজকে তারা বিদেশিদের নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, উপজেলা যুবলীগের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ গণমিছিলে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন