কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৩:০৩ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে কবি রাধাপদ’র ওপর হামলার তীব্র নিন্দা বিশিষ্টজনদের

পল্লীকবি রাধাপদ রায়। ছবি : সংগৃহীত
পল্লীকবি রাধাপদ রায়। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লীকবি রাধাপদ রায়ের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গুরুতর আহত আশি বছরের কবিকে উন্নত চিকিৎসার জন্য সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে ঢাকায় আনা ও তার চিকিৎসার সকল ব্যয়ভার বহনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার (২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে বিভিন্ন পেশার ২১ জন নাগরিক এই দাবি জানান। একই সঙ্গে রাধাপদ রায়ের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানিয়েছেন বিবৃতিদাতারা। তীব্র নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, ঘটনার তিন দিনেও রাধাপদ রায়ের ওপর প্রকাশ্যে পৈশাচিক হামলাকারীদের গ্রেপ্তার না করা অথবা গ্রেপ্তার করতে না পারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। এই ব্যর্থতার দায়ভার সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে নাগেশ্বরী উউপজেলার ভিতরবন্দ ইউনিয়নে কবির নিজগ্রামে তার ওপর এই জঘন্য হামলা চালানো হয়। এ ঘটনায় চিহ্নিত হামলাকারী দুই ভাই রফিকুল ইসলাম ও কদুর আলীর নামে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও গ্রেপ্তার না করা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় মানুষের কাছে স্বভাবকবি নামে পরিচিত পল্লীকবি রাধাপদ রায় একজন বাউল সাধক ও শিল্পী। একই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোক তিনি। তার মতো এক অশীতিপর বৃদ্ধের ওপর বর্বরোচিত আক্রমণ অসাম্প্রদায়িক চেতনা ও স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়ার সামিল। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে স্থানীয় সংখ্যালঘু জনগোষ্ঠীও নিরাপত্তাহীনতায় ভুগবে; যা মোটেও প্রত্যাশিত নয়।

বিবৃতিদাতারা হলেন- কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন, বিশিষ্ট শিশুসংগঠক বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিম, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিতরঞ্জন দে, গ্রিন ক্লাব অব বাংলাদেশের (জিসিবি) কার্যকরী সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, নৌ-সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, জ্যেষ্ঠ নৌপ্রকৌশলী মো. আবদুল হামিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মানিকলাল ঘোষ, প্রভারটি ইমুলিনেশন এ্যাসিস্ট্যান্স সেন্টার ফর এভরিহোয়্যারের (পিস) নির্বাহী পরিচালক ইফমা হুসেইন, উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্যসচিব আমিনুর রসুল বাবুল, আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাপ্পিদেব বর্মণ, দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম, মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস এ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের (মেড) নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম সবুজ, সাংবাদিক ও শিশুসংগঠক রাজন ভট্টাচার্য, সচেতন সংস্থার আহ্বায়ক সাকিলা পারভিন, জনলোকের কেন্দ্রীয় সমন্বয়কারী রফিকুল ইসলাম সুজন, ঢাকা উত্তর নাগরিক ফোরামের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল আকন্দ, পুরনো ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন ও মুক্তি শিখার আহ্বায়ক জিহাদ আরিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার জেরে স্বামীকে খুন, স্ত্রীর দায় স্বীকার

থাইল্যান্ড গিয়ে পুরোনো বন্ধুর সঙ্গে দেখা ড. ইউনূসের

পোশাক খাত সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষির উপায় খুঁজছে বাংলাদেশ

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৬০ শিশু-কিশোর

স্পেশালিস্ট পদে নিয়োগ দিচ্ছে ফুডপান্ডা

মিম হত্যা মামলায় গ্রেপ্তার ৩

সাত জেলায় মৃদু তাপপ্রবাহ, বাড়বে তাপমাত্রা

চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস 

বাগেরহাটে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩

হানিফ সংকেতকে নকল করে ভাইরাল নাঈম 

১০

লিভারপুলে ট্যুরিস্ট ডেস্টিনেশন পার্টনার হলেন মালদ্বীপ

১১

চোখ খুললেও কথা বলছে না গুলিবিদ্ধ শিশু আবিদা

১২

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৩

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ

১৪

বিমসটেক সম্মেলনেও রোহিঙ্গাদের ‘অবৈধ বাঙালি’ বলেছিল মিয়ানমার, অতঃপর...

১৫

৮ দিন পর আখাউড়ায় আমদানি-রপ্তানি শুরু

১৬

ওয়াইসির কান্নার ভিডিওটি ভুয়া

১৭

চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস

১৮

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

১৯

অস্তিত্ব সংকটে ফুলবাড়ীর বাঁশ-বেতশিল্প

২০
X