কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কবি রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়ে তিনি নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেতরবন্দ ইউনিয়নে নিজ গ্রামে কবির ওপর হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিবেশী রফিকুল ইসলাম (৩৮) নামে যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। কী কারণে হামলা করেছে নিশ্চিত করে বলতে পারেননি। তবে প্রায় ছয় মাস আগে রফিকুলের বড় ভাইয়ের সঙ্গে কবির বাগবিতণ্ডা হয়েছে। সে কারণে হামলার শিকার হতে পারেন বলে ধারণা করছেন তিনি।
রফিকুল ওই ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন রফিকুল।
হামলার ঘটনায় কবির ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের নামে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত কবি রাধাপদ রায় বলেন, শনিবার সকালে বাড়ির পাশের ডুবুরির ব্রিজের পাড়ে রফিকুল হঠাৎ করে আমার ওপর হামলা চালায়। আমার ঘাড়ে ও পিঠে বেধম মারপিট করে। পিঠের অনেক স্থানে ফেটে ক্ষত হয়েছে।
কী কারণে হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, জানি না কেন সে হামলা করছে। ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।
কবির ছেলে যুগল চন্দ্র রায় বলেন, থানায় অভিযোগ করেছি। এই জঘন্য হামলার বিচার চাই আমি।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ঘটনা শুনে হাসপাতালে গিয়ে কবির সঙ্গে কথা বলেছি। ঘটনায় আমরা একটা অভিযোগ পেয়েছি। মামলা হবে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন