চাঁদপুরের কচুয়ায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছাত্রদল নেতা ওমর ফারুক (৩৫) নিহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে কচুয়ার ঘাঘরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ওমর ফারুক কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং উত্তর পালাখাল গ্রামের বাসিন্দা।
নিহতের বাবা মো. হাবিবউল্লাহ জানান, তার ছেলে একটি মামলার হাজিরা দিতে চাঁদপুরের আদালতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ঢাকাগামী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ এবং অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন