শরণখোলা ও মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৫:২৮ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বাঘের পেটে জেলে, বিচ্ছিন্ন মাথা উদ্ধার

শিপার হাওলাদার। ছবি : কালবেলা
শিপার হাওলাদার। ছবি : কালবেলা

সুন্দরবন থেকে শিপার হাওলাদার (২২) নামে এক জেলের বিচ্ছিন্ন মাথা ও রক্তমাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে। তিনি বাঘের আক্রমণে নিহত হয়েছেন। রবিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তল্লাশি চালিয়ে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতলা বন থেকে ওই জেলের মাথা ও প্যান্ট উদ্ধার করে। তাদের ধারণা, বাঘের আক্রমণের শিকার হয়েছেন শিপার হাওলাদার। বাঘ তার রক্ত খেয়ে মাথা ফেলে রেখে চলে গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল হোসেন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গত বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে বনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন শিপার। ঘটনার পাঁচ দিন পর তার বিচ্ছন্ন মাথা উদ্ধার করা হয়।

নিহত জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের জেলে ফারুক হাওলাদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল হোসেন তালুকদার জানান, গত বুধবার সকালে শিপার একাই বনে মাছ ধরতে যান। কিন্তু সারা দিন পেরিয়ে গেলেও ফিরে না আসায় উৎকণ্ঠায় পড়েন পরিবারের লোকজন। প্রথমে তারা নিজেরা বনে তল্লাশি শুরু করেন। কিন্তু না পেয়ে সর্বশেষ আজ সকালে পরিবারের লোকজনসহ অর্ধশতাধিক গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বনে তল্লাশি শুরু চালায়। পরে সকাল ৮টার দিকে গহিন বনের তুলাতলা নামক স্থান থেকে শিপারের মাথা ও রক্তমাখা ক্ষতবিক্ষত প্যান্ট পাওয়া যায়। তার পিতা ফারুক হাওলাদার এর আগে বন বিভাগের ধানসাগর ষ্টেশন অফিস থেকে অনুমতি নিয়ে সুন্দরবনের পৃথক স্থানে মাছ ধরতে যায়।

ইউপি সদস্য কামাল তালুকদার আরো জানান, ঘটনাস্থল এবং আশপাশে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পেয়েছেন উদ্ধারকারীরা। এ থেকে সবার ধারণা, তাকে বাঘে খেয়ে ফেলেছে। মাথাটি বাড়িতে নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মাথাটি দাফনের প্রস্তুতি চলছে। ঘটনা শোনার পর স্থানীয় লোকজন ও জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের কর্মকর্তা (এসও) মো. রবিউল ইসলাম বলেন, আমার স্টেশনের তুলাতলা বন থেকে শিপার নামে এক যুবকের মাথা উদ্ধারের খবর শুনেছি। ধারণা করা হচ্ছে বাঘের আক্রমণে তার মৃত্যু হয়েছে। ওই যুবক অবৈধভাবে বনে মাছ ধরতে গিয়েছিলেন বলেও জানান এ কর্মকর্তা।

এসও রবিউল ইসলাম জানান, ঘটনার পর থেকে বনসংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় লোকজন বা কোনো জেলে যাতে অবৈধভাবে বনে প্রবেশ না করে সে ব্যাপারে বনবিভাগ থেকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ভোলা নদী মরে যাওয়ার কারণে রাতে পালিয়ে এলাকাবাসীর অনেকে সুন্দরবনে প্রবেশ করে থাকে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের যে গ্রামে বাস করেন মাত্র ৪ জন

অধিভুক্ত সাত কলেজ নিয়ে সভা ও নতুন সিদ্ধান্ত, যা বলছে ঢাবি 

নদীর পানিতে দূষণ, পৌঁছেছে ভয়ানক পর্যায়ে : গবেষণা

শেরপুরে বিদ্যুতের ফাঁদ পেতে আবারও হাতি হত্যা

মানুষ এখন ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিদায় চায় : জোনায়েদ সাকি

পাকিস্তানে স্কুলের কাছে বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৭, আহত ১৭

প্রেমিকাদের যেভাবে মারধর করতেন সালমান খান! (ভিডিও)

৭ নভেম্বরকে ‘জাতীয় দিবস’ হিসেবে ফিরিয়ে আনুন : বাংলাদেশ এলডিপি

‘রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করা হয়’

ভোলায় আরও ১৯টি গ্যাসকূপ খনন করা হবে : জ্বালানি উপদেষ্টা 

১০

ভাত দিতে দেরি করায় নানিকে হত্যার অভিযোগ নাতির বিরুদ্ধে

১১

উর্দু ভাষায় পাকিস্তানে শাকিবের ‘তুফান’

১২

ঢাকা দক্ষিণ জামায়াতের আমির হিসেবে ফের শপথ নিলেন বুলবুল

১৩

মসজিদের ইমামকে রাজকীয় বিদায়

১৪

দেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দিবে জনগণ : নাজমুল হাসান

১৫

পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালসহ ৪ দফা দাবি

১৬

অবসরের পর কী করবেন মেসি? জানালেন নিজের ভাবনা

১৭

শনিবার থেকে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা শুরু

১৮

টিউশনি শেষে ফেরার পথে ইবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম

১৯

দুর্নীতির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষের এমপিও স্থগিত

২০
X