চট্টগ্রাম-কক্সবাজার-আরকান মহাসড়কে বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন পটিয়ার কচুয়ায় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আহমদুর রহমানের ছেলে এস এম আজিজুর রহমান খোকন (৩৭) ও ট্রাকচালকের হেলফার সৈয়দ আজম (৪০)। সৈয়দ আজম টেকনাফ পৌরসভার সৈয়দ মুরাদের ছেলে। তার লাশ পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়া আনসার ক্যাম্প এলাকায় ট্রাক পেছনে নেওয়ার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঈগল পরিবহনের একটি কোচ ও একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী এস এম আজিজুর রহমান খোকন ঘটনাস্থলে নিহত হন। আহত ট্রাকচালক হেলপার সৈয়দ আজমকে পটিয়া হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাহফিম নওশাদ জানান, পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বোরহার উদ্দিন (৩০) নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার।
মন্তব্য করুন