নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মদনে ৭ গ্রামের লোকের ৩ ঘণ্টা সংঘর্ষ, আহত অর্ধশত

মদনে মঙ্গলবার সংঘর্ষে জড়ান সাত গ্রামের বাসিন্দারা। ছবি : কালবেলা
মদনে মঙ্গলবার সংঘর্ষে জড়ান সাত গ্রামের বাসিন্দারা। ছবি : কালবেলা

নেত্রকোনার মদনে সাত গ্রামের লোকজনের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে নায়েকপুর ইউনিয়নের জনতা বাজারের পাশের কৃষিজমিতে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।

আহত রফিক (৩৫), গণি মিয়া (৬৫) ও সিয়ামের (৪৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আছিরুল, নয়ন, রমজান, মনিরকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত পারভেজ, ইনছান, নিজাম উদ্দিন, হারুন, মাছুম আলী, ইরান উদ্দিন ও সেলিমকে পাশের উপজেলা তাড়াইলের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন স্বজনরা। বাকিরা স্থানীয় পল্লী চিকিৎসক, ওষুধের দোকানেসহ বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াগাঁও, পাছআলমশ্রী, বাউশা, তালুককানাই (একগ্রুপ) গ্রামের সঙ্গে দীর্ঘদিন ধরে পাশের গ্রাম আলমশ্রী, দেওয়ানপাড়া ও মাখনার বিরোধ চলে আসছে। জমি দখল ও আধিপত্য বিস্তার নিয়ে নায়েকপুর ইউনিয়নে এ দুটি গ্রুপের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় বার বার উত্তেজনা দেখা দেয়। এর আগে দুপক্ষের মধ্যে কয়েকটি মারধরের ঘটনাও ঘটে।

পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দুপক্ষের বিভেদ নিষ্পত্তির চেষ্টা করে ব্যর্থ হন। সবশেষ মঙ্গলবার সকালে দুই পক্ষের হাজার হাজার লোক সংঘর্ষে জড়ান।

এ ব্যাপারে মদন থানার ওসি মুহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে নায়েকপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা এ নিয়ে বারবার পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু মঙ্গলবার সকালে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও মো. শাহ আলম মিয়া বলেন, ‘নায়েকপুর ইউনিয়নে দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি সমাধানেরও চেষ্টা করা হয়েছে। এক পক্ষ সাড়া না দেওয়ায় নিষ্পত্তি করা সম্ভব হয়নি। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের প্রধান প্রস্তাবক ও ধারক বিএনপি : মাহদী আমিন

ইরানের ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন পেজেশকিয়ান, নেপথ্যে যে কারণ

ঈদের ছুটি শেষে কাল খুলছে তিন বিশ্ববিদ্যালয়

‘পলাতক নেত্রীর কথায় উঁকি-ঝুঁকি মারলেও লাভ হবে না’

‘দায়িত্ব পেলে দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করা হবে’

সন্দ্বীপে আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক 

কোনো ব্যক্তির অপরাধ বিএনপির ওপর না চাপানোর আহ্বান

বগুড়ার ৭টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

‘জুলাই ব্যবসায়ী ছাত্রনেতারা যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পারেনি’

জনগণ দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচন চায় : আমিনুল হক 

১০

মেরা পিক পর্বত অভিযানে ইবিএলের ৫ সদস্য

১১

গ্যাসের চুলা জ্বালানো নিয়ে তিতাসের সতর্কবার্তা

১২

নিজেদের তৈরি ফাঁদেই ধ্স নেমেছে মার্কিন বাজারে

১৩

জানা গেল শামীমের স্ত্রীর পরিচয়

১৪

লাঙ্গলবন্দ স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল

১৫

জুলাইয়ে গণহত্যার মদদে ছিল ভারত : এ্যানি

১৬

সুখী-সমৃদ্ধ বাসযোগ্য দেশ গড়তে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ :  বুলবুল 

১৭

সেরনিয়াবাত পরিবারের ইমামের বিরুদ্ধে মাদ্রাসা দখলের অভিযোগ

১৮

নোমাড পাসপোর্ট সূচক / শক্তিশালী পাসপোর্টের শীর্ষে আয়ারল্যান্ড, বাংলাদেশ কত?

১৯

ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে ফিরছে ঢাকামুখী মানুষ

২০
X