শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের তপশিল নভেম্বরে, ভোট জানুয়ারিতে

গাজীপুরের শ্রীপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। ছবি : কালবেলা
গাজীপুরের শ্রীপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। ছবি : কালবেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল নভেম্বরে ঘোষণা করা হবে। সে হিসেবে জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী, যথাসময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস উপজেলা হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করে।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘আগামী নভেম্বরের প্রথম দিকে নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত করব। আমাদের অন্যতম দুটি দায়িত্ব হলো, রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করা। রাষ্ট্রপতি নির্বাচন আমরা ইতিমধ্যে করে ফেলেছি। আমাদের জাতীয় নির্বাচন জানুয়ারি মাসের ২৯ তারিখের মধ্যে করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যথাসময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করব।’

তিনি আরও বলেন, ‘এবার একটু দীর্ঘ সময় নিয়েই তপশিল দিতে চাই। এতে আমাদের কাজ করতে সুবিধা হয়। রিটার্নিং অফিসার থেকে শুরু করে আমাদেরও অনেক কাজ তাড়াহুড়ো করে করতে হয়। গত নির্বাচনের রাতে ব্যালট পাঠানোর কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। যার কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকা ছাড়া কেন্দ্রগুলোতে ব্যালট সকালে পাঠানো হবে।’

ভিসানীতি বিষয়ে তিনি বলেন, ‘ভিসানীতির বিষয়ে আমাদের কিছুই করণীয় নেই। কোনো বক্তব্যও নেই। কারণ, এটা সরকারের বিষয়। দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই বলেছি, আমরা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশ নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম’

ইসরায়েলে রকেট হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

ভিয়েতনামেও আছড়ে পড়ল সুপার টাইফুন ‘ইয়াগি’, মৃত্যু ৪

ওএসডি হলেন অতিরিক্ত সচিব সায়লা ফারজানা 

জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটছে আজ

অভিজ্ঞতা ছাড়াই ১৫০০ জনবল নেবে দারাজ

আজ চট্টগ্রাম যাবেন হাসনাত, মুন্সিগঞ্জে সারজিস

জনবল নেবে মধুমতি ব্যাংক, ৩৫ বছরেও আবেদন

রাজশাহীতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত 

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শহীদ আমিনুলের সন্তানদের দায়িত্ব নিল ইত্তেফাকুল উলামা

১৩

রোববার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৪

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

১৫

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

১৬

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

১৭

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

১৮

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

১৯

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

২০
X