সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। তারই অংশ হিসেবে দুপুরে ঢাকার আমিনবাজার চিশতি ফিলিং স্টেশনের সামনে সমাবেশ করতে চেয়েছিল দলটি। কিন্তু রাতের অন্ধকারে নির্ধারিত স্থানে তৈরি করা মঞ্চ পুলিশের উপস্থিতিতে ভেঙে দেওয়ার অভিযোগ করছে দলটি।
বিএনপির নেতাকর্মীদের দাবি, রাতের অন্ধকারে পুলিশের উপস্থিতিতে মঞ্চটি ভেঙে ফেলা হয়।
সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, পূর্বঘোষণা অনুযায়ী আমিনবাজারে মঞ্চ তৈরি করা হলেও রাতে আওয়ামী লীগের কর্মী ও পুলিশ সদস্যরা সেটি ভেঙে দিয়েছে।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় বলেন, ‘ঢাকা জেলার এসপি রাত দেড়টার দিকে আমাকে ফোন দিয়ে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি এসপিকে জিজ্ঞেস করলাম রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। এসপি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।’
নিপুণ রায় বলেন, আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করব।
মঞ্চ ভাঙা প্রসঙ্গে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফী জানান, পুলিশের বিরুদ্ধে মঞ্চ ভাঙার অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা। কোনো রাজনৈতিক দলের সমাবেশের মঞ্চ ভাঙার অধিকার পুলিশ রাখে না এবং পুলিশ এমনটি করেনি। বরং পুলিশ নিরাপত্তার স্বার্থে তৎপর রয়েছে।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তৎপর রয়েছে। এখানে কোনো দল বা রাজনৈতিক গোষ্ঠীর মঞ্চ ভাঙা হয়নি। কারো মঞ্চ ভাঙা পুলিশের কাজ নয়। পুলিশ ছাড়াও নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর লোকজন কাজ করছে।
মন্তব্য করুন