সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তিন সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু

সুনামগঞ্জের মানচিত্র
সুনামগঞ্জের মানচিত্র

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় তিন সন্তানকে নিয়ে বিষপান করেছেন এক নারী। পরে তিন সন্তানের মৃত্যু হয়েছে। শিশুদের মা আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস জানান, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন- স্বামীর সঙ্গে অভিমান করে তিন সন্তান সাকিবা বেগম (১৫), তামবির হোসেন (১৩) ও সাহেদ মিয়াকে (৫) নিয়ে বিষপান করেন যমুনা বেগম নামের ওই নারী। তার স্বামীর নাম জাহাঙ্গীর হোসেন।

নিহতদের চাচা মিজানুর রহমান বলেন, ‘সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে হঠাৎ বাড়ির আশপাশের বাচ্চারা চিৎকার করে বলতে থাকে, ‘‘এরা বিষ খাইলাইছে’’। এরপর আমরা সবাই দৌড়ে যাই। গিয়ে দেখি হাছাই (সত্যিই) মা ও বাচ্চারা বিষ খাইছে। এরপর সঙ্গে সঙ্গে তাদের জামালগঞ্জ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে সুনামগঞ্জ হাসপাতালে এনেও এদের বাঁচাইতে পারি নাই। তাদের পারিবারিক সমস্যা কিতা আছিল তা কইতাম পারতাম নায়।’

ঘটনাস্থলে থাকা এসআই আলমগীর বলেন, ‘জাহাঙ্গীর পেশায় জেলে। শনিবার বিকেলে মাছ বিক্রির টাকা নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর রাতে জাহাঙ্গীর মাছ ধরতে চলে যান। রাত ১টার দিকে বাড়িতে ফিরে তিনি ঘুমিয়ে পড়েন। এদিকে সকালে (রোববার) আনুমানিক ৬-৭টার দিকে ঘরে থাকা মিষ্টির সঙ্গে ইঁদুর মারার বিষ মিশিয়ে প্রথমে সন্তানদের খাওয়ান যমুনা বেগম। পরে নিজেও খান। এর কিছুক্ষণ পর বিষের যন্ত্রণায় তাদের চিৎকারে জাহাঙ্গীরের ঘুম ভাঙে। জড়ো হতে থাকেন প্রতিবেশীরাও।’

তিনি আরও বলেন, ‘জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার ও স্থানীয় ইউপি সদস্য একলিমুর রেজা চৌধুরী বলেন, ‘ওই নারী বাচ্চাদের নিয়ে সকালে বিষ খেয়েছে। পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।’

জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন বলেন, ‘সকালে বিষপান করা চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় তিনজনের রক্তচাপ পাওয়া যায়নি। মাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে দাওয়াত দিয়ে এনে জামাইকে গণধোলাই

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে এবার মুখ খুললেন মোদি

হাওরের গাছে ঝুলছিল সবজি বিক্রেতার লাশ 

‘আমার সব শেষ হয়ে গেল’

আট সন্তান থাকতেও ৯০ বছরের বৃদ্ধার জায়গা খোলা আকাশের নিচে

চুরি করতে গিয়ে পোশাক ও ছবি ফেলে গেল চোর

মা-বাবা, দুই বোনের পর চলে গেলেন প্রেমাও

ট্রাম্পের শুল্কারোপ / শত বছরের বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন

ড. ইউনূসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক 

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

১০

বাংলাদেশে ইসলামি চরমপন্থা নিয়ে প্রেস সচিবের পোস্ট

১১

আগে ছিলেন আ.লীগ নেতা, বিএনপিতে পেলেন সদস্যসচিবের পদ

১২

জনবসতিহীন পেঙ্গুইন দ্বীপে ট্রাম্পের শুল্কারোপ

১৩

মোদিকে ছবি উপহার দিলেন ড. ইউনূস

১৪

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১৫

হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির

১৬

আসিয়ান সদস্যপদের জন্য থাই বিশিষ্টজনদের সমর্থন চাইলেন ড. ইউনূস

১৭

দুদিনেও জ্ঞান ফেরেনি প্রেমার, স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে আরাধ্যকে

১৮

রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

১৯

মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান

২০
X