বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩২
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৪ এএম
অনলাইন সংস্করণ

‘আওয়ামী লীগ সহনশীল ও দানশীল দল’

শুক্রবার রাতে পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী আলুর স্টোর এলাকায় স্মার্ট বাংলাদেশ নির্মাণে এক জনসভায় কথা বলেন অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল। ছবি : কালবেলা
শুক্রবার রাতে পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী আলুর স্টোর এলাকায় স্মার্ট বাংলাদেশ নির্মাণে এক জনসভায় কথা বলেন অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল। ছবি : কালবেলা

বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার পর বিচার করা যাবে না বলে যারা আইন পাশ করেছিল তারা আজ মানবতার কথা বলেন, গুম-খুনের কথা বলেন। মানবতা সেদিন কোথায় ছিল? আজকে যারা ভোটের কথা বলেন তারা সেদিন কোথায় ছিলেন, যেদিন জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে ‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচলন করেছিলেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী আলুর স্টোর এলাকায় স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য উন্নয়নের ধারাবাহিকতার জনসভায় এসব কথা বলেন অতিরিক্ত এটর্নি জেনারেল আন্তার্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ বার এসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল।

জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে উল্লেখ করে মোখলেছুর রহমান আরও বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের পুরস্কৃত করা হয়েছে। তাদের বিভিন্ন দেশের দূতাবাসে চাকরি দেওয়া হয়েছে। তাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ভোল্ট খুলে হত্যাকারীদের টাকা দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বিমান দিয়ে ব্যাংকক, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা এই দেশ চাইনি, দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল জিয়াউর রহমান তাদের মন্ত্রী বানিয়েছে।

আওয়ামী লীগ সহনশীল দল, দানশীল দল উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ছয় বছর পর্যন্ত শেখ হাসিনা দেশে আসতে পারেন নাই। ছয় বছর পর দেশে আসলেও ধানমন্ডির ৩২ নম্বরের বাসাতেও ঢুকতে দেওয়া হয়নি। কী পরিমাণ অত্যাচার করা হয়েছে আওয়ামী লীগের উপর, শেখ হাসিনার উপর তা আর বলা লাগে না। নৌকায় ভোট দেওয়ার কারণে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে নেতাকর্মীদের দিনের বেলা গুলি করে হত্যা করা হয়েছে। সেই তুলনায় বিএনপির নেতাকর্মীরা মায়ের গর্ভে আছেন। কারণ তাদের উপর আজ কোনো নির্যাতন নাই, অত্যাচার নাই, তারা আজ কোনো প্রকার নির্যাতন ছাড়ায় নিজেদের রাজনীতি করে যাচ্ছেন।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ বলেন, ১৯৯৮ সালে সাবেক সংসদ সদস্য এ কে এম সামছুল হক গোলাপ মিয়ার মৃত্যুর পর যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এর মধ্যে দু’য়েকজন ছাড়া বাকি সংসদ সদস্যদের অত্যাচারে পাকুন্দিয়ার অনেক মানুষ বিভিন্ন দেশে চলে গেছেন। এদের কারণ একটাই বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় এসে জিয়াউর রহমান গর্বের সহিত বলেছিলেন, আমি রাজনীতিবীদদের জন্য রাজনীতি কঠিন করে দিয়ে গেলাম। যার ফলে কোনদিন রাজনীতি করে নাই, শুধু টাকা ইনকাম করেছে, সেই সকল লোকজন যখন এমপি হয়ে আসে তখন তারা শুধু সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য সামনে সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে একজন রাজনীতির লোককে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি।

জনসভায় বীর মুক্তিযোদ্ধা মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হাবিবুর রহমান চুন্নু, দপ্তর সম্পাদক বাবু দীপক দাস, পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনায় ছাত্রশিবিরের প্রতিবাদ

এই ঘটনার অবশ্যই বিচার হবে : আসিফ নজরুল

দেড়যুগের কারাজীবনের অবসান / লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

সুবিধাবঞ্চিত শিশুদের আকাশে উড়ার স্বপ্নপূরণ করল নভোএয়ার

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন স্ত্রী

যুবদলে হাইব্রিড ও দুর্বৃত্তদের স্থান নেই : শরীফ উদ্দিন জুয়েল

ঢাবি শিক্ষার্থীদের স্মার্টকার্ড সমস্যা সমাধানে উপাচার্যকে স্মারকলিপি 

শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই দিল জনতা

প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি 

১০

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

১১

যশোরে খেজুর গুড়ের মেলা শুরু

১২

এলইডি স্ক্রিনে কেন ভেসে উঠছে জয় বাংলাসহ বিভিন্ন লেখা

১৩

বিমানবন্দরে ২ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

১৪

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন শনিবার

১৫

এইচএমপিভি সংক্রমণ রোধে চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের যা মানতে হবে

১৬

সেন্টমার্টিনে ভয়াবহ আগুন পুড়ল ৩ রিসোর্টের ২৬ কক্ষ, তদন্ত কমিটি গঠন

১৭

সাবেক এমপি নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮

সংস্কারের নামে অযথা নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে : প্রিন্স

১৯

অতিথি পাখির কলরবে মুখর ‘জনেস্বর দিঘী’

২০
X