লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সমাজকল্যাণ মন্ত্রীর ভাইয়ের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ

লালমনিরহাটের কালীগঞ্জের নেসকোর কার্যালয়। ছবি : কালবেলা
লালমনিরহাটের কালীগঞ্জের নেসকোর কার্যালয়। ছবি : কালবেলা

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই শামসুজ্জামান আহমেদ ওরফে ভুট্টোর নামে বকেয়া থাকা সাত লাখ টাকা বিদ্যুৎ বিলের সোয়া চার লাখ টাকা পরিশোধ করেছেন। একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে দীর্ঘদিনের ওই বকেয়া বিদ্যুৎ বিল সম্প্রতি পরিশোধ করেন তিনি। এ ছাড়া স্থানীয় নেসকো কর্তৃপক্ষের কাছে বাকি তিন লাখ টাকা তিন মাসের মধ্যে তিন কিস্তিতে পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

লালমনিরহাটের কালীগঞ্জের নেসকোর নির্বাহী প্রকৌশলী মজিবর রহমান বলেন, দুটি মিটারের বিপরীতে গত ১০ সেপ্টেম্বর ৪ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করেছেন শামসুজ্জামান। অবশিষ্ট বকেয়া বিদ্যুৎ বিলের তিন লাখ টাকা পরবর্তী তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) পরিশোধ করার শর্ত ধার্য রয়েছে।

তিনি বলেন, এসব ব্যাপারে এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার মতো সামর্থ্য ওইসব গ্রাহকের আছে, তারা সময় সুযোগমতো পরিশোধ করবেন বলেও তিনি জানান।

জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার ছেলে রাকিবুজ্জামান আহমেদ, ভাই শামসুজ্জামান এবং প্রয়াত বাবা ও সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন আহমেদের মোট বকেয়া বিদ্যুৎ বিল ছিল ৮ লাখ ৯৬ হাজার ৬৮০ টাকা। গত কয়েক মাসের বকেয়াসহ ২০২০ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এসব বিল বকেয়া ছিল।

এ নিয়ে কালবেলা পত্রিকায় ‘মন্ত্রীর বাড়ির বিদ্যুৎ বিল ৩৭ টাকা, তাও বকেয়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

পরে গত ৭ সেপ্টেম্বর মন্ত্রী নুরুজ্জামান এবং তার ছেলে ও প্রয়াত বাবার নামে চালু থাকা বৈদ্যুতিক সংযোগের বিপরীতে মোট ১ লাখ ৭১ হাজার ৫৩৬ টাকার পরিশোধ করা হয়।

লালমনিরহাট সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি কাশেম আলী বলেন, সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে দুই–তিন মাসের বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নেওয়া হয় আইনগত ব্যবস্থা। কিন্তু মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের কাছে তিন বছর বিদ্যুৎ বিল বকেয়া থাকার পরও নেসকো কোনো ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারটি নেসকোর দুর্বলতা হিসেবে মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন

ময়মনসিংহে মায়ের হাতে মেয়ে খুন

কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না : সুলতান সালাউদ্দিন টুকু

টিসিবির পণ্যসহ আটক বিএনপির সেই সভাপতিকে অব্যাহতি

বাংলা ভাষাকে ‘ধ্রুপদী ভাষা’র মর্যাদা দিল ভারত

রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শেরপুরে বন্যাকবলিত মানুষের পাশে বিজিবি

চট্টগ্রামে ফের তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন

আসিয়ানে অন্তর্ভুক্ত হতে মালয়েশিয়ার সমর্থন চায় বাংলাদেশ

খুলনায় সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪ নেতাকে বহিষ্কার

১০

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৫ পরিচালকের যোগদান

১১

দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, বাকেরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

১২

আন্দোলনে নিহত ৩ যুবকের মরদেহ উত্তোলনের নির্দেশ

১৩

মালয়েশিয়ায় আরও জনশক্তি পাঠাতে সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

১৪

সিলেটে পিকআপ চাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

খুলনায় বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

১৬

চবির হলে আসন বরাদ্দে বৈষম্য, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

১৭

মসজিদে তালা দিয়ে দোকানে দুর্বৃত্তের হামলা

১৮

‘নারী অধিকার কমিশন’ গঠনের দাবিতে সংহতি সমাবেশ

১৯

দলীয়করণমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে চাই : আমিনুল হক

২০
X