আগামী জাতীয় দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদনে বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার মাঘান ইউনিয়নের বিভিন্ন বাজার ও খেলার মাঠে এ গণসংযোগ করেন।
গণসংযোগের প্রথমে তিনি উচিতপুর ট্রলারঘাট থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে মাঘান ইউনিয়নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ সময় মাঘান ইউনিয়ন জনসাধারণ, স্থানীয় নেতা ও বিভিন্ন স্কুলের শিক্ষক-ছাত্রছাত্রীরা ফুলেল শুভেচ্ছা জানায়।
এরপর তিনি ঘাঠুয়া বাজার, জয় বাংলা বাজার, স্থানীয় স্কুলের মাঠ ও কদম শ্রী বাজারে গণসংযোগ করেন।
সাজ্জাদুল হাসান বলেন, বিগত ১৫ বছর শেখ হাসিনার দেশের উন্নয়ন করেছেন, এই উন্নয়নকে অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।
তিনি জনসাধারণকে উদ্দেশ্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে সততার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সাথে রাষ্ট্র পরিচালনার কাজ করেছি। আমি যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের জন্য কাজ করে যেতে চাই, সেই সুযোগটুকু আমাকে করে দিবেন।
এ সময় ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিরা বিভিন্ন রাস্তা, মসজিদ ও একটি ব্রিজের দাবি জানলে তিনি তাদের পর্যায়ক্রমে এসব উন্নয়নমূল কাজ করে দেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাহেব মদন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইফতেখুর আলম চৌধুরী আজাদসহ মোহনগঞ্জ খালিয়াজুরী থেকে আগত বিভিন্ন নেতাকর্মী।
মন্তব্য করুন