ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

শৈলকুপায় দুলাল বিশ্বাসের নির্বাচনী অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা

শৈলকুপায় দুলাল বিশ্বাসের নির্বাচনী অফিস উদ্বোধন ও মতবিনিময়। ছবি : কালবেলা
শৈলকুপায় দুলাল বিশ্বাসের নির্বাচনী অফিস উদ্বোধন ও মতবিনিময়। ছবি : কালবেলা

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম বিশ্বাস দুলালের নির্বাচনী অফিস উদ্বোধন ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবিল বাজারে এই নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। এ সময় ঝিনাইদহের জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারাসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে ঝিনাইদহের শৈলকুপার কবিরপুরে নজরুল ইসলাম দুলালের আওয়ামী লীগের কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আগত দলীয় নেতাকর্মীদের সঙ্গে আগামী সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের বক্তব্যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শৈলকুপা আসনে নজরুল ইসলাম দুলালকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

তারা বলেন, শৈলকুপাকে আধুনিক এবং উন্নয়নের রোল মডেলে পরিণত করা এবং সহিংসতামুক্ত, খুনের রাজনীতি প্রত্যাহার করে নিরাপদ আবাসভূমি গড়ে তোলার লক্ষ্যে নজরুল ইসলাম দুলালের কোনো বিকল্প নাই। তাই উন্নয়ন থেকে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নজরুল ইসলাম দুলালকেই এমপি হিসেবে প্রয়োজন।

এদিকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলা পত্রিকার এমডি নজরুল ইসলাম দুলাল বলেন, সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শৈলকুপার আওয়ামী লীগকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো হানাহানি, সহিংসতা, খুন-জখম করে এই জনপদের উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, যারা নিজেদের ব্যক্তি সুবিধার জন্য শৈলকুপার প্রতিটা এলাকাতে সামাজিক দ্বন্দ্ব বাধিয়ে নিজ দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছেন তাদের দ্বারা শৈলকুপাবাসীর সামগ্রিক কোনো উপকার হয়নি। শুধু একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। কাজেই শৈলকুপাকে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সুশৃঙ্খল বাসযোগ্য আবাসভূমি গড়ার লক্ষ্যে নেতৃত্বের পরিবর্তন এখন সময়ের দাবি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নজরুল ইসলাম দুলাল মির্জাপুর ইউনিয়নের রানী নগর গ্রামে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের বাড়িতে একটি বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বিয়ে ভোজে অংশগ্রহণসহ এলাকার সর্ব সাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি শাহরিয়ার রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ মন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাড. আজাদ রহমান, নিত্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপু, ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম খান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম টুলু, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হেলাল বিশ্বাস, কাচেরকোল ইউনিয়নের আওয়ামী লীগের নেতা বাবলু জোয়ার্দার, ধরহলাচন্দ্র ইউনিয়নের আওয়ামী লীগের নেতা চাদ আলী মোল্লা, ১০নং বগুড়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাব্বির হোসেনসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যথাযোগ্য মর্যাদায় নৌঅঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

‘সেনাকুঞ্জে খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে, গোটা জাতি তাতে আনন্দিত’

হামলার শঙ্কায় ন্যাটোভুক্ত এক দেশ, ইউক্রেন সীমান্তে জোর প্রস্তুতি

নোয়াখালীতে ব্রি ধান ১০৩ ধানের মাঠ দিবস

তথ্য গোপন করে বাংলাদেশি নাগরিকত্ব নেওয়ার অভিযোগ 

পুলিশে বড় রদবদল

‘সাংবাদিকরা আমাদের নিয়ে লিখুন, ভুলগুলো ধরিয়ে দিন’

পেঁয়াজের দাম কমেছে, আলুরও কমবে : বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশে প্রথমবার ‘চান্দের গাড়ি’ গাড়িবুক অ্যাপ-এ

ইউক্রেনের ৪৭০ কোটি ডলার ঋণ মওকুফের সিদ্ধান্ত বাইডেন প্রশাসনের

১০

সেনাকুঞ্জে খালেদা জিয়া, আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট

১১

খালাস পেলেন সোহেল-টুকু-হেলালসহ বিএনপির ২২ নেতাকর্মী

১২

আবারও এমপি-মন্ত্রী হবো, হুংকারের পরেই জুতা নিক্ষেপ

১৩

বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান

১৪

দায়িত্ব পেয়েই নির্বাচন নিয়ে বার্তা দিলেন সিইসি

১৫

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

১৬

স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

১৭

শিক্ষার্থীদের কেন্দ্র করেই চলবে ছাত্রদলের রাজনীতি : নাছির উদ্দীন 

১৮

বাংলাদেশের সাংবিধানিক নাম নতুন করে ভাবা উচিত : সাইয়েদ আব্দুল্লাহ

১৯

জাতীয় লিগে নিষিদ্ধ আকবর

২০
X