জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভিডিও ভাইরালকারী ‘কুলাঙ্গার’, নৌকায় ভোট চাওয়া ডিসি ‘ডায়নামিক’

জামালপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। ছবি : সংগৃহীত
জামালপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। ছবি : সংগৃহীত

জামালপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে ‘ডায়নামিক’ এবং ভিডিও ভাইরালকারীকে ‘কুলাঙ্গার’ বলে আখ্যায়িত করছেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে চেয়ারম্যানের বক্তব্যের ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমার মনটা খারাপ। জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্য। আমরা বহু দিন পর একজন ‘ডায়নামিক’ লোক পেয়েছিলাম। শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) কল্যাণে তাকে পেয়েছিলাম। এক মাস ২৩ দিন দায়িত্ব পালন শেষে তিনি (ডিসি) চলে যাচ্ছেন। জানি না, এ জামালপুরবাসীর মধ্যে কোনো ‘কুলাঙ্গার’ ছিলেন, যিনি একটি বক্তব্যকে ভাইরাল করে দিয়ে জামালপুরবাসীর কপালে কুঠারাঘাত করেছেন।’

তিনি আরও বলেন, ‘এ ভদ্র লোক যদি জামালপুরে তার মেয়াদ পূর্ণ করতে পারতেন, তাহলে আমি বিশ্বাস করি, এ জামালপুরের ভঙ্গুর চেহারা বদলে দিতেন। প্রত্যেকটা দপ্তরে মানুষের সেবা সহজ থেকে সহজতর করে দিতেন। পরিবেশ যেটা, সেটা সুন্দর হতো।’

বক্তব্যের শেষে তিনি বলেন, ‘আমরা সেই মানুষটিকে রাখতে পারলাম না। মানুষটি চলে গেলেন। যেখানেই তিনি যাবেন, সেখানেই তিনি আলো ছড়াবেন। কিন্তু আমরা বঞ্চিত হলাম। আমরা তাকে ধরে রাখতে পারলাম না। এ জন্য আমার মন খারাপ। আসলে কথা বলার মতো আমার মানসিকতা নেই।’

রোববার বিকেলে ইসলামপুর উপজেলার ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের সামনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল কালবেলাকে বলেন, ‘আমি যা বলেছি, সেটাই আমার বক্তব্য। নতুন কোনো বক্তব্য নেই।’

১১ সেপ্টেম্বর বিকেলে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনের বিশেষ অতিথির বক্তব্যে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ বলেন, ‘আমাদের অনেক কষ্টে অর্জিত এ স্বাধীনতা। আমাদের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এ উন্নয়ন করেছে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।’

এ ছাড়া ডিসি ইমরান আহমেদ স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমকে পরবর্তী সরকারের মন্ত্রী হিসেবে দেখতে চান বলে তার বক্তব্যে উল্লেখ করেন।

পরে ১৪ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক (উপসচিব) মো. শফিউর রহমানকে জামালপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকের ভূমিসেবা অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে : ভূমি সিনিয়র সচিব

সবার সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে : শারমীন এস মুরশিদ

শিক্ষার্থীদের দাবির মুখে রাবি শিক্ষককে অব্যাহতি

ভারতে ৫৪ বাংলাদেশি নাগরিক আটক

হাতীবান্ধায় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বাধ্যতামূলক অবসরে কাস্টমস কমিশনার এনামুল

বিমানবন্দরের টয়লেটে নবজাতক ফেলে পালাল তরুণী, অতঃপর…

ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফলে ১১ উপ-কমিটি

যশোর শিক্ষা বোর্ডের ৫ কর্মকর্তাকে বদলি

বঙ্গভবনের সামনে পুলিশ-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া

১০

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন

১১

আদালতে সাবেক এমপির সহযোগীর ওপর মল নিক্ষেপ

১২

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

১৩

চীনের প্রেসিডেন্টের প্লেনকে ঘিরে রাখল রাশিয়ার যুদ্ধবিমান

১৪

সাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

১৫

প্রেমিকার অনশন, নাদিমকে বিয়ে দিতে ইউএনওর আলটিমেটাম

১৬

হোয়াটসঅ্যাপ কীভাবে অর্থ উপার্জন করে?

১৭

ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

১৮

বঙ্গভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা

১৯

পুরোনো কূপ খনন করতে গিয়ে মিলল গ্যাস

২০
X