বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মালিক। এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের আরও আটজন নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফুল হক চৌধুরীসহ তিনজন বিএনপি নেতা চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কমিটিতে পদোন্নতি পেয়েছেন। এ ছাড়া আরও পাঁচজন নেতা কমিটিতে বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন। এর বাইরে আরও দুজন নেতা ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, দল আমাকে মূল্যায়ন করেছে। এর প্রতিদান নিশ্চয়ই কাজকর্মে আমি দেব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বর্তমানে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। এ আন্দোলনকে বেগবান করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না। এটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য।
মন্তব্য করুন