ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘দালাল’ ছাড়া কাজ হয় না শরীয়তপুরের নির্বাচন অফিসে

শরীয়তপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
শরীয়তপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে দালাল ও টাকা ছাড়া সেবা পাওয়া যায় না। নতুন ভোটার হওয়া, জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধন ও ভোটার স্থানান্তর-সব কাজেই লাগে টাকা। তবে দালাল শাহপরানের মাধ্যমে গেলে মুহূর্তেই সব সমস্যার সমাধান।

একটি ভুল সংশোধন করতে দালাল শাহপরানের হাতে তুলে দিতে হয় ৫-১০ কিংবা ২০ হাজার টাকা। এমন অভিযোগ করেছেন একাধিক সেবা নিতে আসা মানুষ।

শাহপরান নিজেকে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের নাতি পরিচয় দেন।

এদিকে ভেদরগঞ্জ উপজেলার একাধিক বাসিন্দা ও সেবাপ্রার্থীর অভিযোগ, নির্বাচন অফিসে সব ধরনের সেবা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিতে হচ্ছে। এর মধ্যে ভুল সংশোধনে দিতে হয় দুই হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত। নতুন ভোটার হতে লাগে দুই থেকে পাঁচ হাজার টাকা। টাকা না দিলে মাসের পর মাস ঘুরতে হয়। দালালদের দ্বারস্থ হলে সব সমস্যার সমাধান।

এ বিষয়ে দালাল শাহপরানের নামে ভেদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওয়াসিম সরদার নামে এক ভুক্তভোগী।

ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাসিন্দা ওয়াসিম সরদার অভিযোগ করেন, ‘আমি ভেদরগঞ্জ নির্বাচন অফিসে ভোটার আইডি কার্ডে নাম পরিবর্তন করতে গিয়ে ব্যর্থ হচ্ছিলাম। পরে শাহপরান নামে ওই ব্যক্তি আমাকে কোনো কাগজপত্র লাগবে না বলে ২০ হাজার টাকা চায়। আমি কোনো ঝামেলা হবে না বিধায় ১৮ হাজার টাকায় আইডি কার্ডটি ঠিক করে নেই। পরবর্তীতে পুনরায় আমার বন্ধুর আরও একটি আইডি কার্ড ঠিক করতে শাহপরানকে ২০ হাজার টাকা দেয়। কিন্তু তিনি এখন আরও ১০ হাজার টাকা চাচ্ছে। টাকা না দেওয়ায় আমার ফাইলটি বাতিল করে দেয়। এখন টাকা ফেরত চেয়ে তাকে ফোন দিলে তিনি আমাকে নির্বাচন কমিশনার আনিছুর রহমান আমার নানা হয়। বেশি বাড়াবাড়ি করলে কোনোদিনও আইডি কার্ড ঠিক করতে পারবি না বলে ভয় দেখান। পরবর্তীতে আমি বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

রামভদ্রপুর ইউনিয়নের রনি হাওলাদার নামে এক প্রবাসী বলেন, আমি মালোশিয়া প্রবাসী। প্রবাসে থাকায় ভোটার হতে পারিনি। এখন দেশে এসে নতুন ভোটার হওয়ার জন্য আবেদনের সব কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে গিয়েছিলাম কিন্তু তাকে পাইনি। এর আগে অন্তত ৭-৮ বার গিয়েছি। কখনো নির্বাচন কর্মকর্তা নেই, কখনো বলা হয় আজ নতুন ভোটার হওয়া যাবে না, নানা অজুহাত। পরে গত বুধবার নির্বাচন অফিসে গেলে আমার সব কাগজপত্র ঠিক থাকায় তিনি ফাইল সই করেন। পরবর্তীতে আমি ৫০০ টাকা দিলে তিনি ২ হাজার টাকা দাবি করেন। নির্বাচন কর্মকর্তা মঞ্জুর হোসেন খানের সামনে যাওয়া মাত্র ফরম ছুড়ে মারেন। তিনি বলেন, এখন ভোটার হওয়া যাবে না। সামনে ভোটার তালিকা হালনাগাদ হলে তখন হন। এখন কেন ভোটার হওয়া যাবে না, জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

এ বিষয়ে শাহপরান বলেন, নির্বাচন কমিশনার আনিসুর রহমান আমার নানা। সেই সুবাদে আমাদের এলাকার অনেক মানুষ আমার কাছে আইডি কার্ড সংশোধনের কাজ নিয়ে আসে। আমিও মাঝেমধ্যে অনেকের কার্ড ঠিক করে দিই। তবে টাকা পয়সা নেই না। টাকার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ প্রসঙ্গে ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খান বলেন, রনি নামে ওই ভদ্রলোক পুরোপুরি কাগজপত্র না নিয়ে ভোটার হওয়ার জন্য আসে। কাগজপত্র ঠিক না থাকায় তিনি চলে গেছেন। টাকা চাওয়ার বা নেওয়ার প্রশ্নই আসে না।

শাহপরানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কথা বলে কে টাকা নেন এ বিষয়ে আমি কিছুই জানি না। শাহপরান নির্বাচন কমিশনার আনিছুর রহমান স্যারের সম্পর্কে নাতি হয়। তাই মাঝেমধ্যে আমার অফিসে এসে বসে। তাছাড়া কেউ সেবা নিতে আসলে তো তাকে তাড়িয়ে দেওয়া যায় না। শাহপরান আমার নাম করে টাকা নিয়েছে। এই রকম আমার কাছেও এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের কালীরবাজারে আগুন

কক্সবাজারে ইজিবাইক চালক নিহত

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা

জাবিতে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

বরিশালে অফিস কক্ষ থেকে সার্ভেয়ারের মরদেহ উদ্ধার

খালে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

রাজশাহী নগরীর ৭৮ মণ্ডপে অর্থসহায়তা

সিলেটে প্রাইভেটকার থেকে ১২ লাখ টাকার পণ্য জব্দ

টেকনাফে অপহরণ ও ডাকাতির অভিযোগে দুজন গ্রেপ্তার

১০

আন্দোলনে কিশোর আরাফাতকে গুলি করে হত্যার আসামি গ্রেপ্তার

১১

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

১২

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ওএসডি

১৩

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

১৪

প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন উপদেষ্টা আসিফ

১৫

জীবনে সব প্রয়োজনে আল্লাহকে স্মরণ করুন : মাসুদ সাঈদী

১৬

পরিত্যক্ত ডোবায় মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ 

১৭

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব গ্রেপ্তার

১৮

আবরার ফাহাদকে নিয়ে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস

১৯

সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ফেসবুক স্ট্যাটাস

২০
X