ঝিনাইদহে মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) এ উপলক্ষে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা বিএনপির কার্যালয়ে সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। বক্তব্যে তিনি বলেন, ‘দেশে মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতা হরণ করে সরকার দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছে। মামলা-হামলা, পুলিশ-বিচারকদের দিয়ে একনায়কতন্ত্র কায়েম করেছে। সচিব থেকে চৌকিদার পর্যন্ত দলীয় লোক বসিয়ে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ধোয়া তুলছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যতই লাফালাফি করুক, দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।’
সভায় জেলা মহিলা দলের সভানেত্রী কামরুন্নাহার লিজি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ, ফারহানা রেজা আনজু, পলি খাতুন, লিপি খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা বেগম।
মন্তব্য করুন