রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা সদর গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু ও ম্রওয়াপাড়া সড়ক চলাচলের উপযোগী করার লক্ষ্যে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছে এলাকাবাসী। গত মাসে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এলাকাটির একমাত্র চলাচলের সড়কটির বেশকিছু স্থানে ভাঙন ও ধসে যায়। এরপর থেকে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং এলাকাটির কয়েক হাজার মানুষকে ৭ থেকে ৮ কিলোমিটার সড়ক হেঁটে রাজস্থলী উপজেলা সদরে আসতে হয়। এতে শিক্ষার্থী ও রোগীসহ এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়ে।
যার কারণে এলাকার প্রায় ১২০ জন নারী-পুরুষ সচেতন মারমা নাগরিক সমাজের উদ্যোগে সড়কটিকে প্রাথমিকভাবে হালকা যান চলাচলের উপযোগী করতে স্বেচ্ছাশ্রমে সংস্কারকাজ শুরু করেছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সাইলুমং মারমা জানান, বৃহস্পতিবার থেকে সচেতন মারমা নাগরিক সমাজের সদস্যদের সাথে নিয়ে রাস্তাটি মানুষ চলাচলের উপযোগী করতে রাস্তা ভাঙন ও পাহাড় ধসের বেশকিছু স্থানে এলাকার প্রায় ১২০ জন নারী-পুরুষ মিলে স্বেচ্ছাশ্রমে সংস্কারকাজ শুরু করছে।
ইউপি সদস্য থোয়াইউচিং মারমা বলেন, পাড়াটি থেকে রাজস্থলী উপজেলা সদর ৭ কিলোমিটার। গত মাসের প্রবল বর্ষণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা বড় ধরনের প্রকল্প গ্রহণ ছাড়া পুরোপুরি সংস্কার করা সম্ভব নয়। এতে করে শিক্ষার্থী, রোগী ও এলাকাবাসীকে উপজেলা সদরে আসতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
উল্লেখ্য, আগস্ট মাসে টানা কয়েক দিনের বৃষ্টিতে রাঙামাটির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন প্রায় ৪০-৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়।
মন্তব্য করুন