শেখর পীযুষ, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সুরঞ্জিত সেনগুপ্তের নামে কুশিয়ারায় নির্মিত সেতুর নামকরণ চায় হাওরবাসী

কুশিয়ারা নদীতে নির্মিত তৃতীয় বৃহত্তম সেতু। ছবি : কালবেলা
কুশিয়ারা নদীতে নির্মিত তৃতীয় বৃহত্তম সেতু। ছবি : কালবেলা

হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নির্মিত হচ্ছে কুশিয়ারা নদীর ওপর তৃতীয় বৃহত্তম সেতু। এটি চালু হলে সুনামগঞ্জ টু ঢাকার দূরত্ব কমবে ৬৫ কিলোমিটার। সুনামগঞ্জ টু ঢাকার বিকল্প সড়ক হিসেবে সুনামগঞ্জ টু সিলেট সড়কের কাঠইর এলাকা থেকে দিরাই, শাল্লা হয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসূখায় গিয়ে মিলিত হবে। এর পর শাল্লা-আজমিরীগঞ্জ সড়কটি লাখাই উপজেলা হয়ে সরাইলে গিয়ে মহাসড়কের সঙ্গে মিলবে এই আঞ্চলিক মহাসড়ক। প্রায় ১৪শ’ কোটি টাকা ব্যয়ে এই সড়কের কাজ ২০২৫ সালের জুনের মধ্যে শেষ হবে।

শাল্লা টু আজমিরিগঞ্জ সড়কের কাজ চল্লিশ ভাগ শেষ হয়েছে। কুশিয়ারা নদীর ওপর তৃতীয় বৃহত্তম সেতু নির্মাণের কাজও ৬০ ভাগ শেষ হয়েছে। এই সড়ক চালু হলে সুনামগঞ্জ-ঢাকার দূরত্ব কমবে ৬৫ কিলোমিটার।

শাল্লা-আজমিরিগঞ্জের দূরত্ব ১৬ কিলোমিটার। এর মধ্যে সুনামগঞ্জ অংশের ১০ এবং হবিগঞ্জের ৬ কিলোমিটার মাঝখানে গ্রাম শাল্লায় হচ্ছে কুশিয়ারা নদীর ওপর সেতু। সেতুর হবিগঞ্জ অংশে রয়েছে ফিরোজপুর গ্রাম। সিলেট বিভাগে কুশিয়ারা নদীর ওপর এটি তৃতীয় বৃহত্তম সেতু। সেতুসহ এই অংশে ব্যয় হচ্ছে ৭৬৯ কোটি টাকা। ইতোমধ্যে গ্রাম শাল্লা-ফিরোজপুর সেতুর কাজ ৬০ ভাগ শেষ হয়েছে। সেতুর পিলারের কাজ শেষ হতেই স্থানীয় লোকজন নতুন সড়কের স্বপ্ন দেখতে শুরু করেছেন।

শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অলিউল হক বলেন, এই আঞ্চলিক মহা সড়ক ও সেতুর স্বপ্ন দেখিয়েছেন এই এলাকার সাতবারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। সেতুটির নামকরণ ‘সুরঞ্জিত সেতু’ হলে হাওর পাড়ের মানুষ খুব খুশি হবে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, যেহেতু প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এই আঞ্চলিক মহাসড়কের মূল পরিকল্পনাকারী তাই শাল্লা পাশের সেতুর নাম চাই সুরঞ্জিত সেনগুপ্ত সেতু। আমাদের দাবি, আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবেন।

সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের শাল্লার সদস্য সচিব পিসি দাশ পীযূষ বলেন, প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত তার জীবদ্দশায়ই এই সড়কের ফাইলওয়ার্ক করে গেছেন। এজন্য এই সড়কের সবচেয়ে বড় স্থাপনা কুশিয়ারা’র ওপর নির্মিত সেতুর নামকরণ তার নামে করার জন্য আমরা আগেভাগেই দাবি তুলেছি এবং সেটি বাস্তবায়ন হবে আমাদের বিশ্বাস।

কৃষক লীগের আহ্বায়ক রনঞ্জিৎ দাস বলেন, এই আঞ্চলিক মহাসড়কের মূল কারিগর প্রয়াত জাতীয় নেতা সবার প্রিয় সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি জীবদ্দশায় কাজটি সমাপ্ত করতে পারেনি বলে উনার শেষ ইচ্ছা পূরণ হয়নি। তাই আমাদের দাবি এই সেতুর নাম হোক সুরঞ্জিত সেতু।

শাল্লা-আজমিরিগঞ্জ সড়কে আরও ৩টি ছোট সেতু ও ৮টি কালভার্টের কাজ শেষ হয়েছে। সড়কের ১০ কিলোমিটারের মধ্যে চার কিলোমিটার মাটি ও স্লোফ প্রটেকশনের কাজ হয়েছে। হবিগঞ্জ অংশের ছয় কিলোমিটারেও মাটির কাজ শেষ হয়েছে। এদিকে গত ২৮ মে থেকে কাঠইড়-দিরাই-শাল্লা সড়কের কাজ শুরু হয়েছে। ৬২৮ কোটি টাকা ব্যয়ে মদনপুর-দিরাই-শাল্লা মহাসড়কের কাজের শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি।

এই সড়কটি বাস্তবায়িত হলে নেত্রকোনার খালিয়াজুড়ি, হবিগঞ্জের আজমিরীগঞ্জ বানিয়াচং ও কিশোরগঞ্জের ইটনা উপজেলাকেও সংযুক্ত করবে। সুনামগঞ্জ-দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ ও হবিগঞ্জের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এলাকাটি কৃষি, মৎস্য সম্ভাবনাময় হওয়ায় এখানকার উৎপাদিত কৃষিপণ্য দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং জানান, ২০২৫ সালের জুনের মধ্যে এই সড়কের কাজ শেষ হবে। আমরা আশা করছি, ২০২৫ সালের জুলাইয়ে এই সড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে ঢাকা যাবে যানবাহন। তাতে ঢাকার সঙ্গে সুনামগঞ্জের দূরত্ব কমবে ৬৫ কিলোমিটার।

তিনি জানান, এই অর্থ বছরেই এই সড়কের উপরের কার্পেটিংয়ের নিচের লেয়ার পর্যন্ত কাজ শেষ হবে। সড়কটি সুনামগঞ্জের কাঠইড়, দিরাই, শাল্লা থেকে হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও লাখাই হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল গোল চত্বরে গিয়ে সিলেট-ঢাকা মহাসড়কের সঙ্গে মিলবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক বিভাজকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

বিদায় নিয়ে স্ত্রীসহ কোথায় গেলেন বাইডেন?

অধ্যাদেশ জারি / উচ্চ আদালতের বিচারক নিয়োগ করবে স্বতন্ত্র কাউন্সিল 

সাঁওতালদের জমি দখল ও অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির দাবি

চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট / নকআউট পর্বে কে যাবে, কে বাদ পড়বে? 

বেনজীরের রিসোর্টে এনবিআরের গোয়েন্দা সেলের অভিযান

‘দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত কিনা ভাবতে হবে’

বাতিল হতে পারে অপ্রয়োজনীয় টেলিকম লাইসেন্স : বিটিআরসি চেয়ারম্যান

গাড়িতে ধাক্কা লাগায় মালিকের বিরুদ্ধে কুকুরের অভিনব প্রতিশোধ

সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

১০

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সাধারণ সম্পাদক মামুন

১১

কবি নজরুল বিশ্ববিদ্যালয় / সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে শাস্তি

১২

‘নতুন নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি হবে, থাকবে না মধ্যস্বত্বভোগী’

১৩

ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চান মির্জা ফখরুল

১৪

বিএনপি প্রতিবারই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে : নীরব

১৫

অতিথিদের সঙ্গে স্ত্রীদের রাত্রিযাপনে উৎসাহ দেওয়া হয় যেখানে

১৬

ট্রাম্পের শপথের পরদিনই ভিডিও কনফারেন্সে পুতিন-জিনপিং

১৭

আবু সাঈদের হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দিতে আলটিমেটাম

১৮

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কেন প্রয়োজন?

১৯

গণহত্যাকারী দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : ডা. শফিকুর রহমান

২০
X