জামায়াতে ইসলামী জঙ্গি সংগঠন, এটা দেশের মানুষ জানে। জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন করতে পারবে কিনা, তাদের নিবন্ধন দেওয়া হবে কিনা- সেটা সরকারের দেখার বিষয় নয়, নির্বাচন কমিশন দেখবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন একটি সংস্থা। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে আমরা মেনে নেব। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। সেই সুষ্ঠু নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আবদুল মজিদ কলেজের ৫ তলা প্রশাসনিক কাম মাল্টিপারপাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ঋণখেলাপিদের ধরতে দেশে আইন আছে। যে ব্যাংক থেকে ঋণ নিয়ে মানুষ খেলাপি হয়েছে সেই ব্যাংক তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। টাকা আদায় করার আইনগত পদ্ধতি আছে। আইনের বাইরে যাওয়ার কোনো পদ্ধতি নেই।
নির্বাচন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচন হবে প্রচলিত আইন অনুযায়ী। কোনো পণ্ডিত যদি বলে নির্বাচন সুষ্ঠু হবে না, তা হলে তো হবে না। সাধারণ মানুষ কী চায় সেটা দেখতে হবে। সাধারণ মানুষ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি তা হলে বলা যাবে নির্বাচন সুষ্ঠু হয়নি। কিন্তু সাধারণ মানুষ তো বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সাধারণ মানুষ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। কেউ যদি নির্বাচনে বিশৃঙ্খলা করার চেষ্টা করে তা হলে ছাড় দেওয়া হবে না।
এ সময় শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীক, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন