সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় দোকান ভাড়ার কথা বলে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে আটক কামাল চৌধুরী। ছবি : সংগৃহীত
প্রতারণার অভিযোগে আটক কামাল চৌধুরী। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় অন্যের দোকান নিজের দাবি করে ভাড়া দিয়ে অগ্রিম টাকা গ্রহণ করে প্রতারণার অভিযোগে কামাল চৌধুরী (৫৫) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী মো. রাজিব হোসেনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন সেনওয়ালিয়া এলাকা থেকে তাকে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব ৪।

গ্রেপ্তার কামাল চৌধুরী আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকার গফুর চৌধুরীর ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ডের ৪৫ নম্বর দোকানটি কামাল চৌধুরী নিজের দাবি করে জামানত হিসেবে অগ্রিম ১ লাখ টাকা গ্রহণ করেন। পরের দিন বাদীকে দোকানের চুক্তিপত্র করে দেওয়ার কথা থাকলেও দোকান বুঝিয়ে না দিয়ে সেই দোকান আরেকজনের কাছে ভাড়া দেন।

পরে ভুক্তভোগী খোঁজ নিয়ে জানতে পারেন ওই দোকানের মালিক অন্য একজন। তার কাছে থেকে বিবাদী ভাড়া নিয়ে দোকান পরিচালনা করতেন। এ ঘটনা জানার পর প্রতারণামূলকভাবে গৃহীত অগ্রিম জামানতের এক লাখ টাকা ফেরত চাইলে বিবাদী টাকা না দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্ন হুমকি প্রদান করেন।

ভুক্তভোগী রাজিব হোসেন বলেন, কামাল চৌধুরী আমার সঙ্গে প্রতারণা করে দোকান ভাড়ার কথা বলে অগ্রিম বাবদ এক লাখ টাকা নিয়ে সেই টাকা ফেরত দিচ্ছে না। উল্টো আমাকে মামলায় ফাঁসানোসহ বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করে। কামাল চৌধুরীর বিরুদ্ধে সেনওয়ালিয়া এলাকায় বাড়ি নির্মাণ করতে গেলে চাঁদা দাবিসহ বিভিন্ন মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, কামাল চৌধুরী নামে এক ব্যক্তি দোকান ভাড়া দেওয়ার কথা বলে এক লাখ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি র‌্যাব-৪ এর নজরে আসলে অনুসন্ধান শুরু হয়। পরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সাহায্যে আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকা থেকে তাকে আটক করে। পরে প্রতারণার মামলায় তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কামাল চৌধুরীকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি ওমর ফারুক ও তার স্ত্রীর ৪ কোটি টাকা ফ্রিজ

চীনের দেওয়া হাসপাতাল ডিমলায় স্থাপনের দাবি নদীভাঙনকবলিত মানুষের

রাজউকের অভিযানে তিন ভবন নির্মাণ বন্ধ ও জরিমানা

ড. ইউনূসকে চিঠিতে যা বলেছে বিএনপি

উইসিএলের ফাইনাল মঞ্চে লিনকিন পার্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে প্রথমবার মন্তব্য করলেন খামেনি

আরাকান আর্মির কবল থেকে বেঁচে ফিরলেন ৫৫ বাংলাদেশি

হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

মানবেন্দ্রর বাড়িতে আগুন দেওয়ায় ঢাবি সাদা দলের নিন্দা 

কুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

১০

মন্ত্রণালয়-ইউজিসির লাল ফিতার দৌরাত্ম্যের কবলে জবি প্রশাসন 

১১

চসিক মেয়র শাহাদাতের চমক / প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরের পুরো পৌরকর আদায়

১২

বগুড়ায় পুলিশের ওপর হামলা

১৩

‘ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বেড়েছে ২ হাজার কোটি টাকা’

১৪

সেতু আছে, সড়ক নেই

১৫

বিএসএমএমইউর নাম এখন ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

১৬

স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

১৭

নিকোল চুলিকের সঙ্গে এনসিপির বৈঠক শুরু

১৮

আগারগাঁও ও উত্তরায় ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ

১৯

জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের শিক্ষার্থীদের শিক্ষাসফর

২০
X