নরসিংদীর কাউরিয়াপাড়ায় মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে সংঘর্ষে সাজিদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের কাউরিয়াপাড়া নামক স্থানের বাউলপাড়া নতুন লঞ্চঘাটে পাড়ে স্পিডবোড ঘাট দখল নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও চারজন। আহত চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
নিহত কিশোর কাউরিয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে কাউরিয়াপাড়ার মসজিদের সামনে মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে লঞ্চঘাটে স্পিডবোড ঘাট দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এর একপর্যায়ে মতিন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হয়। সাথে সাথে তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার সময় সাজিদ নামে এক কিশোর মারা যায়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। একজন মারা গেছে। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন