ইয়াবার বিকল্প হিসেবে পরিচিত ‘টাপেন্টা’ ট্যাবলেটের দেখা মিলছে এবার প্রত্যন্ত গ্রামগুলোতে। মাদক কারবারিরাও প্রকাশ্যে এই ট্যাবলেট বিক্রি করছে। আর তাতে আসক্ত হয়ে পড়ছেন অনেকেই।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এবার দেখা মিলল সেই নেশাজাতীয় মাদকদ্রব্য। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে পুলিশের অভিযানে ৪০০ পিস টাপেন্টা ট্যাবলেটসহ মমিন হোসেন (৩২) নামের মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক জাহিদুল ইসলাম।
আটক মমিন হোসেন উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের জামালপুর পূর্বপাড়া এলাকার সাত্তার আলীর ছেলে।
নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, আটক মমিন হোসেন দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে। নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টা ট্যাবলেট বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে নিজেই বিক্রয় করতো। বিক্রয়ের জন্য টাপেন্টা ট্যাবলেট বাড়িতে রাখা আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম জামালপুর পূর্বপাড়া এলাকায় ওই মাদক কারবারির বসতবাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।
আটকের পর ঘরের খাটের নিচে রাখা মাটির পাতিল থেকে নিজ হাতে একটি ব্যাগ বের করে। এ সময় ৪০ পাতা টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মন্তব্য করুন