তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘অনুপস্থিত’ থেকেও নিয়মিত বেতন পান শিক্ষক দম্পতি

চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

ভোলার তজুমদ্দিন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক দম্পতি দীর্ঘদিন ধরে নিজ কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতনভাতা তুলছেন বলে অভিযোগ উঠেছে। কোনো রকম ছুটি ছাড়াই তারা মাসের পর মাস স্কুলে অনুপস্থিত থাকেন। এজন্য তাদের সহযোগিতা করছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।

স্কুলে গিয়ে জানা যায়, ৮৪ নং দক্ষিণ পশ্চিম চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলপনা খাতুন (লাবণ্য) ও চরজহিরউদ্দিন মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির উদ্দিন নিজ নিজ স্কুলে অনুপস্থিত থেকে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত বেতনভাতা তুলছেন। অভিযুক্ত দুই সহকারী শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী।

স্থানীয়রা জানান, ওই দুই সহকারী শিক্ষক দম্পতি সুবিধামতো সময়ে স্কুলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। কোনো রকম ছুটি ছাড়াই তারা মাসের পর মাস স্কুলে অনুপস্থিত থাকেন। স্কুলে পরীক্ষা চলাকালীন ৮৪ নং দক্ষিণ পশ্চিম চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে শিক্ষক হাজিরা খাতায় দেখা যায় সহকারী শিক্ষক আলপনা খাতুন (লাবণ্য) তিন দিন অনুপস্থিত। এসময় ওই শিক্ষিকার স্বামী চরজহিরউদ্দিন মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির উদ্দিন ওই স্কুলে অবস্থান করছেন। শিক্ষার্থী ও স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, স্ত্রী আলপনার পরিবর্তে স্বামী মনির উদ্দিন নিজ কর্মস্থল চরজহিরউদ্দিন না গিয়ে স্ত্রীর স্কুলে সময় দেন।

এ বিষয়ে সহকারী শিক্ষক মনির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মেয়ে অসুস্থ তাই আলপনা খাতুন আসতে পারেনি, তিন দিনের ছুটি নিয়েছে। স্ত্রীর অনুপস্থিতিতে আমি দায়িত্ব পালন করছি।

প্রধান শিক্ষক আবু তাহের সহকারী শিক্ষিকা আলপনা খাতুনের লিখিত কোনো আবেদন দেখাতে পারেননি। অন্য স্কুলের শিক্ষক এই স্কুলে কেন এসব বিষয়ে জানতে চাইলে ৮৪ নং দক্ষিণ পশ্চিম চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের দৈনিক কালবেলাকে বলেন, আলপনা খাতুন অসুস্থ, তাই তার স্বামী মনির উদ্দিন মাঝে মধ্যে আমার স্কুলে ক্লাস করান।

চরজহিরউদ্দিন মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, সহকারী শিক্ষক মো. মনির উদ্দিন বিভিন্ন অজুহাত দেখিয়ে ছুটি না নিয়ে অনুপস্থিত থাকেন। চরের স্কুলের শিক্ষক অনুপস্থিতির বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তজুমদ্দিন উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা অফিসার মো. আ. মান্নান হাওলাদার বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা বা স্কুল পরিবর্তন করার কোনো সুযোগ নাই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

শিক্ষক ও কর্মকর্তাদের শূন্য পদে নিয়োগ দেওয়ার আশ্বাস শিক্ষা উপদেষ্টার

মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে ৪৩ দেশ

বান্ডিল বান্ডিল টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়

শহীদ নাজমুলের মায়ের আহাজারি / ‘ট্যাকার অভাবে রোজাতে মাছ-গোশতও খাবার পামু না’

ধর্ষণ নামক ব্যাধি থেকে মুক্তি পেতে মহিলা জামায়াতের মানববন্ধন

কঠিন সময়ে বাংলাদেশে থাকতে পেরে উজ্জীবিত জাতিসংঘ মহাসচিব

কুঠিবাড়ি শ্মশানে শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন অনুষ্ঠিত

সার্বিয়ায় ছাত্রদের ডাকে রাজধানীতে জড়ো হচ্ছে হাজার হাজার জনতা

সীমান্তে ভারতীয় অস্ত্রসহ ৩৩ হাজার গোলাবারুদ উদ্ধার

১০

মাগুরায় শিশু আছিয়া খাতুনের বাড়িতে আমিরে জামায়াত 

১১

সিপিবি ভবনের সামনে উত্তেজনা বিরাজ করছে 

১২

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৩

নদীতে ডাকাতের কবলে তরমুজবাহী ট্রলার, আহত ৯

১৪

ইউপি সদস্যকে কুপিয়ে জখম

১৫

আগামীকাল ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৬

২০ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

১৭

বিশ্লেষণ / জৌলুস হারাচ্ছে যুক্তরাষ্ট্র, বিশ্ব নেতৃত্বে হ-য-ব-র-ল

১৮

রমজান মাসে কবরের আজাব বন্ধ নিয়ে ইসলাম কী বলে

১৯

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা : হাইকোর্টের রায় রোববার

২০
X