কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জামিন পেয়ে হত্যা মামলার আসামিদের মোটরসাইকেল মহড়া

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার পাঁচ আসামি জামিনে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে বেরিয়ে সোমবার (৪ সেপ্টেম্বর) মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দিয়েছেন তারা। এতে বাদী ও নিহতের পরিবারে চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, উচ্চ আদালতের আদেশে জামিন পেয়ে গত ২১ আগস্ট কারাগার থেকে মুক্তি পান আসামি সাদ্দাম মাস্টার। গত ১ সেপ্টেম্বর আসামি গাড়িচালক সুমন এবং ৩ সেপ্টেম্বর সোহেল শিকদার ও মাসুদ রানা কারাগার থেকে বের হন। গত ৪ সেপ্টেম্বর জামিনে বেরিয়ে আসেন আসামি মো. ইসমাইল।

সোহেল শিকদার কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রামে নিজ বাড়িতে গেলে ফুল দিয়ে বরণ করেন দলের নেতাকর্মীরা। তাকে নিয়ে উল্লাস প্রকাশের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাদী-সাক্ষীদের পরিবারে।

মামলার বাদী নিহতের স্ত্রী পপি আক্তার বলেন, যারা আমার স্বামীকে বোরকা পরে খুন করেছে, তারা চিহ্নিত হয়েছে। এখন তারা জামিনে বের হয়ে আমাকেসহ পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতার মধ্যে আছি। জানি না স্বামী হত্যার বিচার পাব কিনা।

বাদীপক্ষের আইনজীবী মাসুদ সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, জামাল হত্যা মামলায় এরই মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তারকৃতদের অনেকেই আদালতে স্বীকারোক্তি দিয়ে হত্যার পরিকল্পনাকারী ও কিলিং মিশনে অংশ নেওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেছে। আলোচিত হত্যাকাণ্ডে আসামিরা জামিন পাওয়ায় আতঙ্কে আছেন মামলার বাদীপক্ষ ও সাক্ষীরা। সোহেল শিকদার জামিনে বের হওয়ার পর তার লোকজন নিয়ে এলাকায় দুই শতাধিক মোটরসাইকেলের মহড়া দিয়ে আনন্দ-উল্লাস করেছেন। বাদীপক্ষকে দিচ্ছেন হুমকি। যেহেতু আসামিরা জামিনে বের হয়ে শর্ত ভঙ্গ করছেন, তাই তাদের জামিন বাতিল চেয়ে বিষয়টি আদালতকে জানানো হবে।

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাজেস বড়ুয়া জানান, উচ্চ আদালত থেকে ৫ আসামি জামিন পেয়েছেন। এ মামলার রহস্য উদ্ঘাটন হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিছু প্রক্রিয়া শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।

এর আগে গত ৩০ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের জামাল হোসেনকে গুলি করে হত্যা করে বোরকা পরা দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ মে রাতে দাউদকান্দি থানায় ৯ জনের নামে মামলা করেন নিহতের স্ত্রী পপি আক্তার। নিহত জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে দাওয়াত দিয়ে এনে জামাইকে গণধোলাই

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে এবার মুখ খুললেন মোদি

হাওরের গাছে ঝুলছিল সবজি বিক্রেতার লাশ 

‘আমার সব শেষ হয়ে গেল’

আট সন্তান থাকতেও ৯০ বছরের বৃদ্ধার জায়গা খোলা আকাশের নিচে

চুরি করতে গিয়ে পোশাক ও ছবি ফেলে গেল চোর

মা-বাবা, দুই বোনের পর চলে গেলেন প্রেমাও

ট্রাম্পের শুল্কারোপ / শত বছরের বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন

ড. ইউনূসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক 

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

১০

বাংলাদেশে ইসলামি চরমপন্থা নিয়ে প্রেস সচিবের পোস্ট

১১

আগে ছিলেন আ.লীগ নেতা, বিএনপিতে পেলেন সদস্যসচিবের পদ

১২

জনবসতিহীন পেঙ্গুইন দ্বীপে ট্রাম্পের শুল্কারোপ

১৩

মোদিকে ছবি উপহার দিলেন ড. ইউনূস

১৪

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১৫

হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির

১৬

আসিয়ান সদস্যপদের জন্য থাই বিশিষ্টজনদের সমর্থন চাইলেন ড. ইউনূস

১৭

দুদিনেও জ্ঞান ফেরেনি প্রেমার, স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে আরাধ্যকে

১৮

রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

১৯

মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান

২০
X