খাগড়াছড়ির রামগড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক পাহাড়ি নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে মো. রহমত উল্যাহ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।
আটক রহমত উল্যাহ ফটিকছড়ি উপজেলার ১ নম্বর বাগান বাজার ইউনিয়নের নতুনবাজার এলাকার বাসিন্ধা মো. শামসুল হুদার ছেলে।
জানা গেছে, ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় রামগড়ের ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাগলাপাড়া পাহাড়ি এলাকায় ভিকটিম (১৮) নারীর মিশ্র ফল বাগানের চৌচালা ঘরের দরজা খুলে বাগানের পাহারাদার রহমত উল্যা ধর্ষণচেষ্টা চালায়। এ সময় ভিকটিম নারীর চিৎকারে তার স্বামীর ঘুম ভেঙে গেলে ধর্ষণচেষ্টাকারী অন্ধকারে পালিয়ে যায়।
রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ৪ সেপ্টেম্বর রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে প্রযুক্তির সহযোগিতায় অভিযোগের ৩ ঘণ্টার মধ্যে রাতেই দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন