নড়াইলের লোহাগড়ায় গোসল করতে পুকুরের নেমে নানি ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে শেখপাড়া বাতাসি গ্রামের প্রতিবেশী রুবায়েৎ খানের পুকুরে মোছাম্মৎ হিঙ্গুল বেগম (৭০) ও তার নাতি লাহুড়িয়া গ্রামের জাহিদ শেখের ছেলে মো. জিহাদ (৬) গোসল করতে নামেন।
এ সময় উভয়ই পানিতে তলিয়ে যান। ঘণ্টাখানেক পর প্রতিবেশীরা পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।
শালনগর ইউপির সদস্য মো. সাজ্জাদুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দীন। এ ঘটনায় কেউ অভিযোগ করেননি বলে জানান তিনি।
মন্তব্য করুন