মাদারীপুরের রাজৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নয়াকান্দি বেপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ছাত্রের নাম সাব্বির কাজী (১৪)। সে বেপারিপাড়ার হারুন কাজীর ছেলে। সাব্বির খালিয়া রাজারাম ইনস্টিটিউটে অষ্টম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যুতের তারের সঙ্গে বাঁশের ছোঁয়া লেগে সাব্বির বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিভাবকরা আইনগত ব্যবস্থা নিলে আমি তাদের সহযোগিতা করব।’
মন্তব্য করুন