মানিকগঞ্জের দৌলতপুরে ছেলেরা ভরণপোষণের দায়িত্ব না নেওয়ায় তিন ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বৃদ্ধা মা। এ ঘটনায় তিন ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর ) সকালে বিলকিস বেগম (৬৮) নামের ওই বৃদ্ধা জেলার দৌলতপুর থানায় এ অভিযোগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার সাব ইন্সপেক্টর মনোরঞ্জন ।
অভিযোগে আটকৃতরা হলেন- মো. আক্তার হোসেন (৪০), মো. ইউসুফ হোসেন (৩৮) ও মো. ইয়াছিন (২৮)। তারা সম্পর্কে আপন তিন ভাই । তিনজনই উপজেলার চকমিরপুর গ্রামের মৃত আওলাদ হোসেন ও বিলকিস বেগম দম্পতির সন্তান।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই বৃদ্ধার স্বামী প্রায় চার বছর আগে তার মৃত্যুবরণ করেন। এরপর থেকে তার ভরণপোষণ না করে উল্টো বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় তার তিন ছেলে। স্থানীয়ভাবে বিষয়টি বারবার মীমাংসার চেষ্টা করা হলেও তাতে কোন লাভ হয়নি তার। একপর্যায়ে কোন কূল কিনারা না পেয়ে ভরণপোষণের দাবিতে থানায় এসে অভিযোগ দেন ওই নারী। এছাড়া পুত্রবধূদের কাছে খাবার চাইলে তারাও বৃদ্ধার সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওই বৃদ্ধার।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম মোল্যার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।
মন্তব্য করুন