সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে এমভি কেএমসি মিরাকেল নামক একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে গত ২১ আগস্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে কোরিয়ান পতাকাবাহী এই জাহাজটি মোংলা বন্দরের উদ্দ্যেশে ছেড়ে আসে।
এমভি কেএমসি মিরাকেল নামক বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই নিয়ে সপ্তমবারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ ভিড়ল মোংলা বন্দরে । জাহাজটিতে ১৮০ প্যাকেজের প্রায় ১৫৫৮ টন সেতুর মূল অবকাঠামোর মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দ্রুততম সময়ে জাহাজ থেকে আমদানি পণ্য খালাস শেষে বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।
এর আগে গেল গত ১৪ আগস্ট এমভি হুয়াইয়ন হো নামক একটি বাণিজ্যিক জাহাজ থেকে ৭শ টন সেতুর মূল অবকাঠামোর মালামাল মোংলা বন্দরে খালাস করা হয়েছিল।
মন্তব্য করুন