এনামুল হক মিলাদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

নদীতে মাছ ধরতে নৌ-পুলিশকে দিতে হয় মাসোহারা!

কালনী-কুশিয়ারা নদীর তীরে সারিবদ্ধ নোঙর করা জেলেদের নৌকা। ছবি : কালবেলা
কালনী-কুশিয়ারা নদীর তীরে সারিবদ্ধ নোঙর করা জেলেদের নৌকা। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদী থেকে মাছ আহরণ করতে জেলেদের নিকট থেকে মাসিক চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে কাকাইলছেও নৌ-পুলিশের বিরুদ্ধে।

চাঁদা ঠিকমতো না দিলে জাল ধরে নিয়ে যাওয়ার অভিযোগ জেলেদের। তারপর সেই জাল ফাঁড়ি থেকে বেশি টাকা দিয়ে ছাড়িয়ে আনতে হয় তাদের।

তবে টাকা নেওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি ফাঁড়ি ইনচার্জের।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রনিয়া গ্রাম সংলগ্ন কালনী-কুশিয়ারা নদীর তীরে ঘুরতে গিয়ে দেখা যায়, প্রায় আর্ধশতাধিক জেলেদের সারিবদ্ধ নৌকা নদীর তীরে নোঙর করা।

এসময় জেলেদের নৌকার ছবি তোলার সময় অনু দাস (ছদ্মনাম) নামে এক জেলে বলেন, ‘খাজনা নেওয়ার লাগি আইছেন?’ কিসের খাজনা জিজ্ঞাসা করতেই বলেন, ‘আমি মনে করছিলাম পুলিশ। হেরা আইলে আমরা তো মাসে মাসে হেরারে নৌকা প্রতি ২০০ ট্যাকা কইরা মাসোহারা দেই। তাই আমি মনে করছিলাম ট্যাকা নেওয়ার লাগি আইছেন।’

স্থানীয় জেলেদের সঙ্গে আলাপকালে তারা জানান, উপজেলার কালনী-কুশিয়ারা নদী থেকে মাছ আহরণ করে প্রতিদিন শত শত জেলে পরিবারের জীবিকা নির্বাহ করেন। চলতি বছরে নদীতে মাছের আকাল দেখা দিয়েছে। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নদী থেকে যে পরিমাণ মাছ আহরণ করা হয় তা বিক্রি করে সংসারে চাহিদা পূরণ করা যাচ্ছে না। তার উপর আবার নৌ-পুলিশকে দিতে হয় মাসিক চাঁদা।

চাঁদা ঠিকমতো না দিলে জাল ধরে নিয়ে যায়। আবার ধার দেনা করে টাকা এনে জাল ছাড়িয়ে আনতে হয়। তাই অনেক জেলেই এ পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাচ্ছে।

সমিরণ দাস (ছদ্মনাম) নামে বায়োবৃদ্ধ এক জেলে বলেন, নদীতে আগের মত মাছ নেই। মাঝে মধ্যে দু একটা মাছ পাওয়া গেলে তা বিক্রির টাকা দিয়ে তিন বেলা আধাপেট খাবার খেয়ে পরিবার পরিজন নিয়ে কোনরকম বেচেঁ আছি। তার উপর কাকাইলছেওয়ের পুলিশ এসে ইলিশ মাছ ধরার অভিযোগে জাল ধরে নিয়ে যায়। আমরা গরিব মানুষ কি আর করমু। তাই প্রতি মাসে জেলে প্রতি ২০০ করে টাকা চাঁদা দিতে হয়। তবে কতোটি জেলের নৌকা আছে তা সঠিক করে বলতে পারেননি তিনি।

কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, তিনি সবেমাত্র সপ্তাহ ১০ দিন পূর্বে যোগদান করেছেন। এখন পর্যন্ত তিনি নদীতে যাননি। তবে টাকা কারা নিচ্ছে বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় ২৭ হাজার পাসপোর্ট বিতরণ 

রাজবাড়ীতে সাংবাদিককে কুপিয়ে জখম

গাজা ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা আরব বিশ্ব

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত, বেতন বৃদ্ধিসহ একগুচ্ছ সুপারিশ 

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভয়ংকর ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

ধানমন্ডি ৩২ বেসমেন্টে পাওয়া স্কুল ড্রেসে ঘটনার নতুন মোড়

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৩৪৩

দুর্নীতিতে অভিযুক্তদের দেশে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে : দুদক চেয়ারম্যান

৬টি স্থলবন্দর বন্ধের সুপারিশ

বগুড়ার অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০

১০

ঝিনাইদহে ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

১১

আখাউড়ায় ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 

১২

প্যান্টের পকেটে জন্মসনদ দেখে যুবকের মরদেহ শনাক্ত

১৩

চট্টগ্রামে পোশাক কারখানা বন্ধে বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া

১৪

শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা, যান চলাচল শুরু

১৫

রংপুরে একদিনে গ্রেপ্তার ৩১

১৬

বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

১৭

আদালতের ডাক এড়াতে অসুস্থতার অজুহাত নেতানিয়াহুর!

১৮

ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি প্রতিনিধিদল

১৯

দলের সঙ্গে যাবেন হাসানও

২০
X